সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

ঈশ্বর কোন ধরনের ব্যক্তি?

ঈশ্বর হলেন একজন অদৃশ্য আত্মিক ব্যক্তি। তিনি স্বর্গ, পৃথিবী এবং জীবিত সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। কেউই ঈশ্বরকে সৃষ্টি করেনি অর্থাৎ তাঁর কোনো শুরু নেই। (গীতসংহিতা ৯০:২) ঈশ্বর চান যেন লোকেরা তাঁর অন্বেষণ করে এবং তাঁর সম্বন্ধে সত্য জানতে পারে।—পড়ুন, প্রেরিত ১৭:২৪-২৭.

ঈশ্বর হলেন একজন ব্যক্তি, যাঁকে আমরা তাঁর নামের দ্বারা জানতে পারি। সেইসঙ্গে তাঁর সৃষ্টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করার মাধ্যমেও আমরা তাঁর কিছু গুণের পরিচয় পাই। (রোমীয় ১:২০) কিন্তু, আমরা যদি ঈশ্বরকে ভালোভাবে জানতে চাই, তাহলে আমাদের তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করতে হবে। আসলে, বাইবেল ঈশ্বরের প্রেমময় ব্যক্তিত্ব সম্বন্ধে আমাদের জানায়।—পড়ুন, গীতসংহিতা ১০৩:৭-১০.

অবিচার সম্বন্ধে ঈশ্বর কেমন বোধ করেন?

আমাদের সৃষ্টিকর্তা যিহোবা অবিচারকে ঘৃণা করেন। (দ্বিতীয় বিবরণ ২৫:১৬) আর তিনি মানুষকে নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। এই কারণে বেশিরভাগ লোকই অবিচারকে ঘৃণা করে। আমাদের চারপাশে যে-অবিচারগুলো ঘটছে, সেগুলোর জন্য ঈশ্বর দায়ী নন। ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল, অনেকে তাদের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে থাকে ও সেইসঙ্গে অবিচার করে। এতে যিহোবা মনঃপীড়া বা দুঃখ পান।—পড়ুন, আদিপুস্তক ৬:৫, ৬; দ্বিতীয় বিবরণ ৩২:৪, ৫.

যিহোবা ন্যায়বিচার ভালোবাসেন আর তাই তিনি চিরকাল অবিচার সহ্য করবেন না। (গীতসংহিতা ৩৭:২৮, ২৯) বাইবেল প্রতিজ্ঞা করে যে, খুব শীঘ্র ঈশ্বর সমস্ত অবিচার দূর করবেন।—পড়ুন, ২ পিতর ৩:৭-৯, ১৩. (w14-E 01/01)

বাইবেল প্রতিজ্ঞা করে যে, শীঘ্র ঈশ্বর সকলের জন্য ন্যায়বিচার করবেন