সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পৃথিবী দুঃখকষ্টে পরিপূর্ণ, কিন্তু এর জন্য কি ঈশ্বর দায়ী?

বাইবেল কী বলে?

বাইবেল কী বলে?

দুঃখকষ্টের জন্য কি ঈশ্বর দায়ী?

আপনি কী বলবেন?

  • হ্যাঁ

  • না

  • হয়তো

বাইবেল যা বলে

“ইহা দূরে থাকুক যে, ঈশ্বর দুষ্কার্য্য করিবেন, সর্ব্বশক্তিমান্‌ অন্যায় করিবেন।” (ইয়োব ৩৪:১০) জগতে আমরা যে-মন্দতা ও দুঃখকষ্ট দেখতে পাচ্ছি, সেটা কখনোই ঈশ্বর ঘটান না।

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • “জগতের অধিপতি,” শয়তান দিয়াবলই হচ্ছে দুঃখকষ্টের মূল কারণ।—যোহন ১৪:৩০.

  • এ ছাড়া, লোকেদের মন্দ বাছাইয়ের ফলেও প্রায়ই দুঃখকষ্ট ও মন্দতা ঘটে থাকে।—যাকোব ১:১৪, ১৫.

দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

কেউ কেউ মনে করে, মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দুঃখকষ্ট দূর করা যেতে পারে, আবার অন্যেরা মনে করে, জগতের অবস্থা পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি কী মনে করেন?

বাইবেল যা বলে

ঈশ্বর দুঃখকষ্ট দূর করে দেবেন। “মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • দিয়াবলের কারণে ঘটা দুঃখকষ্ট দূর করার জন্য ঈশ্বর যিশুকে ব্যবহার করবেন।—১ যোহন ৩:৮.

  • ভালো লোকেরা চিরকাল শান্তিতে পরমদেশ পৃথিবীতে বাস করবে।—গীতসংহিতা ৩৭:৯-১১, ২৯.