সরাসরি বিষয়বস্তুতে যান

আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান?

আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান?

আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান?

কেন বাইবেল পড়বেন?

বাইবেল অন্য আর কোন বইয়ের মতো নয় কারণ এর মধ্যে ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রেমময় নির্দেশনা রয়েছে। (১ থিষলনীকীয় ২:১৩) বাইবেলের শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আপনি প্রচুর উপকার পাবেন। ঈশ্বরের জন্য আপনার ভালবাসাকে আরও বাড়াতে পারবেন এবং “সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর” দাতার সঙ্গে আরও কাছের সম্পর্ক গড়ে তুলতে পারবেন। (যাকোব ১:১৭) আপনি জানতে পারবেন যে কীভাবে প্রার্থনার মাধ্যমে তাঁর আরও কাছে আসা যায়। কঠিন সমস্যার সময়গুলোতে আপনি ঈশ্বরের সাহায্য পেতে পারেন। আর আপনি যদি বাইবেলে দেওয়া ঈশ্বরের মানগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করেন, তাহলে ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দেবেন।​—⁠রোমীয় ৬:⁠২৩.

বাইবেলে সেই সত্যগুলো রয়েছে, যা জ্ঞান বৃদ্ধি করে। যারা বাইবেলের জ্ঞান লাভ করেন তারা সেই ভুল ধারণাগুলো থেকে স্বাধীন হন, যা কিনা আজকে লক্ষ লক্ষ লোকেদের জীবনকে বন্দি করে রেখেছে। উদাহরণ হিসেবে বলা যায়, মারা গেলে আমাদের কী হয় এই সম্বন্ধে সত্যটা জেনে আমরা সেই ভয় থেকে মুক্ত হই যে, মৃত ব্যক্তিরা আমাদের কোন ক্ষতি করতে পারে বা আমাদের মৃত আত্মীয়স্বজন অথবা বন্ধুবান্ধবরা কষ্ট পাচ্ছেন। (উপদেশক ৯:​৫, ১০) পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের শিক্ষা সেই ব্যক্তিদেরকে সান্ত্বনা দেয়, যাদের প্রিয়জন মারা গেছেন। (যোহন ১১:২৫) দুষ্ট দূতেদের সম্বন্ধে সত্য বিষয়টা জানা আমাদেরকে প্রেতচর্চার বিপদ সম্বন্ধে সাবধান করে এবং পৃথিবীতে কেন এত সমস্যা, তা বুঝতে সাহায্য করে।

বাইবেলের মধ্যে ঈশ্বরের যে নীতিগুলো রয়েছে তা আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে শেখায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার এনে দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, “মিতাচারী” হওয়া ভাল স্বাস্থ্য এনে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখে। (১ তীমথিয় ৩:⁠২) ‘মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করার’ মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করাকে এড়াতে পারি। (২ করিন্থীয় ৭:⁠১) এছাড়াও, বাইবেলে পাওয়া ঈশ্বরের পরামর্শগুলো কাজে লাগালে বিবাহিত জীবনে সুখ আসে এবং আত্মসম্মান বোধ বাড়ায়।​—⁠১ করিন্থীয় ৬:⁠১৮.

আপনি যদি ঈশ্বরের বাক্যকে কাজে লাগান, তাহলে আপনি একজন সুখী ব্যক্তি হতে পারেন। বাইবেলের জ্ঞান আমাদেরকে মনের শান্তি খুঁজে পেতে ও পরিতৃপ্তি লাভ করতে সাহায্য করে এবং আমাদেরকে আশা দেয়। এটা আমাদেরকে করুণা, প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য ও বিশ্বাসের মতো চমৎকার গুণগুলো গড়ে তুলতে সাহায্য করে। (গালাতীয় ৫:​২২, ২৩; ইফিষীয় ৪:​২৪, ৩২) এই গুণগুলো আমাদেরকে আরও ভাল স্বামী বা স্ত্রী, বাবা অথবা মা, ছেলে অথবা মেয়ে হতে সাহায্য করে।

আপনি কি কখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন? বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে যে, আমরা মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে বাস করছি। এই ভবিষ্যদ্বাণীগুলো শুধু আজকে জগতের অবস্থা কেমন তা-ই দেখায় না কিন্তু সেইসঙ্গে এও দেখায় যে, শীঘ্রিই ঈশ্বর এই পৃথিবীকে পরমদেশে পরিণত করবেন।​—⁠প্রকাশিত বাক্য ২১:​৩, ৪.

বাইবেল বোঝার জন্য সাহায্য

সম্ভবত আপনি বাইবেল পড়ার চেষ্টা করেছেন কিন্তু লক্ষ্য করেছেন যে, তা বোঝা কঠিন। আপনি হয়তো জানেন না যে বাইবেলের কোন্‌ জায়গায় আপনার প্রশ্নগুলোর উত্তর রয়েছে। যদি তা-ই হয়, তাহলে এমনটা শুধু আপনার বেলায়ই ঘটেনি। আমাদের সকলেরই ঈশ্বরের বাক্য বোঝার জন্য সাহায্য দরকার। দ্বীপ ও দেশ মিলিয়ে প্রায় ২৩৫টা দেশে যিহোবার সাক্ষিরা লক্ষ লক্ষ লোকেদেরকে বিনামূল্যে বাইবেল শিখিয়ে থাকেন। আপনাকেও সাহায্য করতে পারলে তারা খুশি হবেন।

সাধারণত বাইবেলের মৌলিক শিক্ষাগুলো দিয়ে শুরু করে ধীরে ধীরে বাইবেল অধ্যয়ন করা সবচেয়ে ভাল। (ইব্রীয় ৬:⁠১) আর আপনি যখন অধ্যয়ন চালিয়ে যাবেন তখন “কঠিন খাদ্য” অর্থাৎ গভীর সত্যগুলো গ্রহণ করার যোগ্য হয়ে উঠবেন। (ইব্রীয় ৫:১৪) বাইবেলেই সমস্ত কিছুর শেষ উত্তর রয়েছে। ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারের মতো বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলো বিভিন্ন বিষয়ের ওপর শাস্ত্র কী বলে, তা বুঝতে আপনাকে সাহায্য করবে।

আপনি কি বাইবেল বোঝার জন্য প্রতি সপ্তায় একটু সময় দিতে চান?

আপনার সুবিধামতো সময়ে ও জায়গায় সাধারণত বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করা যেতে পারে। কেউ কেউ তাদের ঘরে নিরিবিলি পরিবেশে অধ্যয়ন করে থাকেন। কেউ কেউ এমনকি টেলিফোনেও অধ্যয়ন করে থাকেন। অধ্যয়ন কার্যক্রম অনেক লোকেদের সঙ্গে করা কোন কোর্স নয় বরং আপনার ব্যক্তিগত অবস্থা ও সেইসঙ্গে আপনার জ্ঞান ও শিক্ষার মান অনুসারে শুধু আপনার সঙ্গে করার এটা এক ব্যবস্থা। এখানে কোন পরীক্ষা নেওয়া হয় না কিংবা আপনাকে কোন বিব্রত অবস্থায় ফেলা হবে না। বাইবেল সম্বন্ধে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এবং আপনি জানতে পারবেন যে, ঈশ্বরের সঙ্গে কীভাবে এক কাছের সম্পর্ক গড়ে তোলা যায়।

এভাবে বাইবেল অধ্যয়ন করার জন্য আপনাকে কোন টাকাপয়সা দিতে হবে না। (মথি ১০:⁠৮) সমস্ত ধর্মের লোকেদের সঙ্গে এবং যারা কোন ধর্মেই বিশ্বাস করেন না কিন্তু ঈশ্বরের বাক্যের জ্ঞানে বৃদ্ধি পাওয়ার জন্য সত্যিই আগ্রহী, তাদের সঙ্গে বিনামূল্যে অধ্যয়ন করা হয়।

এই আলোচনায় কে কে বসতে পারে? আপনার পরিবারের সবাই। এছাড়া আপনার কোন বন্ধুকেও আপনি আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। কিংবা আপনি চাইলে শুধু আপনার সঙ্গেই আলোচনা করা যেতে পারে।

বাইবেল অধ্যয়ন করার জন্য অনেকে সপ্তায় এক ঘন্টা আলাদা করে রাখেন। আপনি যদি সপ্তায় এক ঘন্টারও বেশি বা এর চেয়েও কম সময় দিতে পারেন, তাহলে আপনাকে সাহায্য করার জন্য সাক্ষিরা আসবেন।

শেখার জন্য এক আমন্ত্রণ

আমরা আপনাকে যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিচে দেওয়া ঠিকানাগুলোর যে কোন একটাতে চিঠি লিখে আপনি তা করতে পারেন। এরপর আপনার সঙ্গে বিনা পয়সায় গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য কারও ব্যবস্থা করা হবে।

[২ পৃষ্ঠার ক্যাপশন]

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটা সম্বন্ধে আমাকে আরও কিছু জানান।

□ বিনা পয়সায় গৃহ বাইবেল অধ্যয়নের জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।