সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের বার্তা

বাইবেলের বার্তা

যিহোবা ঈশ্বরের শাসন করার অধিকার রয়েছে। তাঁর শাসনপদ্ধতি সর্বোত্তম। পৃথিবীর এবং মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ হবে।

খ্রিস্টপূর্ব ৪০২৬ সালের পর

“সর্প” যিহোবার শাসন করার অধিকার এবং শাসনপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে। যিহোবা এক ‘বংশ’ উৎপন্ন করার প্রতিজ্ঞা করেন, যিনি অবশেষে সর্পের অর্থাৎ শয়তানের মস্তক চূর্ণ করবেন। (আদিপুস্তক ৩:১-৫, ১৫) কিন্তু, সর্পের প্রভাবাধীনে যিহোবা মানুষকে নিজেদের শাসন করার জন্য সময় দিয়েছেন।

খ্রিস্টপূর্ব ১৯৪৩ সাল

যিহোবা অব্রাহামকে বলেন যে, প্রতিজ্ঞাত ‘বংশ’ তার বংশধরদের মধ্যেই আসবেন।—আদিপুস্তক ২২:১৮.

খ্রিস্টপূর্ব ১০৭০ সালের পর

যিহোবা প্রথমে রাজা দায়ূদ এবং পরে তার ছেলে শলোমনকে আশ্বাস দেন যে, প্রতিজ্ঞাত ‘বংশ’ তাদের বংশধারা থেকেই আসবেন।—২ শমূয়েল ৭:১২, ১৬; ১ রাজাবলি ৯:৩-৫; যিশাইয় ৯:৬, ৭.

২৯ খ্রিস্টাব্দ

যিহোবা যিশুকে প্রতিজ্ঞাত ‘বংশ’ হিসেবে শনাক্ত করেন, যিনি দায়ূদের সিংহাসনের উত্তরাধিকারী।—গালাতীয় ৩:১৬; লূক ১:৩১-৩৩; ৩:২১, ২২.

৩৩ খ্রিস্টাব্দ

যিশুকে হত্যা করানোর দ্বারা সর্প অর্থাৎ শয়তান কিছু সময়ের জন্য প্রতিজ্ঞাত ‘বংশকে’ অক্ষম করে দেয়। যিহোবা যিশুকে স্বর্গীয় জীবনে পুনরুত্থিত করেন এবং যিশুর সিদ্ধ জীবনের মূল্য গ্রহণ করেন আর এভাবে পাপ ক্ষমা করার ও আদমের বংশধরদের জন্য অনন্তজীবন লাভ করার ভিত্তি জোগান।—আদিপুস্তক ৩:১৫; প্রেরিত ২:৩২-৩৬; ১ করিন্থীয় ১৫:২১, ২২.

প্রায় ১৯১৪ খ্রিস্টাব্দ

যিশু সর্পকে অর্থাৎ শয়তানকে পৃথিবীতে নিক্ষেপ করেন, সেখানে কিছু সময়ের জন্য তাকে আবদ্ধ করে রাখেন।—প্রকাশিত বাক্য ১২:৭-৯, ১২.

ভবিষ্যৎ

যিশু শয়তানকে ১,০০০ বছরের জন্য আটকে রাখবেন এবং এরপর তাকে ধ্বংস করে দেবেন আর এর মাধ্যমে রূপকভাবে তার মস্তক চূর্ণ করবেন। পৃথিবী এবং মানবজাতির জন্য যিহোবার আদি উদ্দেশ্য পরিপূর্ণ হবে, তাঁর নাম নিন্দা থেকে মুক্ত হবে এবং তাঁর শাসনপদ্ধতি যে সঠিক, তা প্রমাণিত হবে।—প্রকাশিত বাক্য ২০:১-৩, ১০; ২১:৩, ৪.