সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষমা করি

ক্ষমা করি

ডাউনলোড:

  • লিড সিট

  1. ১. বিরক্তিটাই এই মনে যখন

    রাখি, হয় ভারী, নীচে টেনে নামায়।

    মুক্ত হতে আমি যে চাই!

    জানি ক্ষমা করা প্রয়োজন।

    নয় সহজ এটা যখন দোষ আমার নয়।

    এমন ভাবলে ক্ষমা করা যে মুশকিল হয়!

    (প্রি-কোরাস)

    তাই যেন না যাই কখনো সরে,

    যিহোবাকে বলি মন উজাড় করে।

    তিনি সব জানেন তাই দেন

    (কোরাস)

    বল, তাঁর শক্তির ফল।

    তাকে ছাড়া আমার সবটাই অচল।

    তাই চাই, “যিহোবা হও আমার সহায়

    যাতে ক্ষমা করি।”

    তাঁর সহায়তায় পারব

    দোষ ক্ষমা করতে আর ভুলে যেতে।

    তাই চাই “যিহোবা হও আমার সহায়

    যাতে ক্ষমা করি।”

    ক্ষমা করি।

  2. ২. করি চেষ্টা সর্ব শক্তি দিয়ে,

    তবু ভাবি কখনো এই নিয়ে।

    আরও যেতে চাই এগিয়ে!

    আমি জানি, ক্ষমা করার অর্থ

    ভুলে যাওয়া, মনে না আনার শর্ত।

    এটাতে ভাঙবে এই আবর্ত!

    (প্রি-কোরাস)

    তাই যেন না যাই কখনো সরে,

    যিহোবাকে বলি মন উজাড় করে।

    তিনি সব জানেন তাই দেন

    (কোরাস)

    বল, তাঁর শক্তির ফল।

    তাঁকে ছাড়া আমার সবটাই অচল।

    তাই চাই, “যিহোবা হও আমার সহায়

    যাতে ক্ষমা করি।”

    তাঁর সহায়তায় পারব

    দোষ ক্ষমা করতে আর ভুলে যেতে।

    তাই চাই “যিহোবা হও আমার সহায়

    যাতে ক্ষমা করি।”

    ক্ষমা করি।

    ক্ষমা করি।

    ক্ষমা করি।

    ক্ষমা করি।