সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

না থামব না!

না থামব না!

ডাউনলোড:

  • লিড সিট

  1. ১. যেদিন পেয়েছি সত্যের বাক্য

    নতুন এক জগৎ আর যিহোবার সাক্ষ্য

    সেই থেকে প্রেম বেড়েছে ধীরে।

    বাধা দিলেও যাব না যে ফিরে।

    (প্রি-কোরাস)

    যেন সরে না যাই,

    সঠিক যা, তাই করে যাই

    (কোরাস)

    আমি বিশ্বাস গড়ব যাতে দৃঢ় থাকি

    না কিছুতেই হাল ছাড়ব না।

    নির্দেশনা দেয় রোজ তাঁরই বাক্য।

    চাই স্থির থাকতে যা-ই আসুক না।

    বিশ্বাস গড়ে চলব; না থামব না।

  2. ২. তাই জীবনধারা দেখায় বাছাই:

    শিলা না বালি, ঘর গড়ব কোথায়।

    জগৎ বিশ্বাস করাতে চায় আমায়—

    দেখো! প্রাণ খুলে এটা বাঁচতে শেখায়।

    (প্রি-কোরাস)

    আমরা সত্য জানি।

    রাজ্যই যোগ্য মানি।

    (কোরাস)

    এসো বিশ্বাস গড়ি যাতে দৃঢ় থাকি।

    না কিছুতেই হাল ছাড়ব না।

    নির্দেশনা দেয় রোজ তাঁরই বাক্য।

    চাই স্থির থাকতে যা-ই আসুক না।

    বিশ্বাস গড়ে তুলব; না থামব না!

    (কোরাস)

    এসো বিশ্বাস গড়ি যাতে দৃঢ় থাকি।

    না কিছুতেই হাল ছাড়ব না।

    নির্দেশনা দেয় রোজ তাঁরই বাক্য।

    চাই স্থির থাকতে যা-ই আসুক না।

    বিশ্বাস গড়ে তুলব; না থামব না!

    না থামব না!

    না থামব না!

না থামব না!