সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মোদের সুখ চিরস্থায়ী

মোদের সুখ চিরস্থায়ী

(গীতসংহিতা ১৬:১১)

ডাউনলোড:

  1. ১. ওই তারাতে ভরা আকাশ

    আর দিনরাত্রি, তার

    সৌন্দর্যকে করে প্রকাশ,

    দেখায় প্রেম তোমার।

    ভূমি, সাগর তোমার হাতের কাজ,

    সব সৃষ্টি যা রয়েছে আজ

    তোমায় দেয় যে সুখ।

    (কোরাস)

    তোমার সৃষ্টিতে আনন্দ,

    মুক্তির বার্তায় হই জীবন্ত।

    জানি পরমদেশ আসবে।

    তবে তোমার প্রেম সীমাহীন।

    তোমার বন্ধুত্ব চিরদিন।

    তুমি যে মহান একাই,

    মোদের সুখ চিরস্থায়ী!

  2. ২. যিহোবাকেই শুধু যে চাই।

    সেই সুখ আনতে তাই

    যা দেখি, শুনি, বুঝি তা

    হৃদয় ছুঁয়ে যায়।

    শুরুতে দিলে সিদ্ধতা;

    মনে ছিল আবদ্ধ, তা

    এক সুখী জীবন।

    (কোরাস)

    তোমার সৃষ্টিতে আনন্দ,

    মুক্তির বার্তায় হই জীবন্ত।

    জানি পরমদেশ আসবে।

    তবে তোমার প্রেম সীমাহীন।

    তোমার বন্ধুত্ব চিরদিন।

    তুমি যে মহান একাই,

    মোদের সুখ চিরস্থায়ী!

    (ব্রীজ)

    তোমার পুত্রের বলি ছাড়াই

    নয় সম্ভব এই সুখ;

    তাঁর ত্যাগস্বীকার

    করে উদ্ধার যাতে সুখ হয় চিরস্থায়ী!

    (কোরাস)

    তোমার সৃষ্টিতে আনন্দ,

    মুক্তির বার্তায় হই জীবন্ত।

    জানি পরমদেশ আসবে।

    তবে তোমার প্রেম সীমাহীন।

    তোমার বন্ধুত্ব চিরদিন।

    তুমি যে মহান একাই,

    মোদের সুখ চিরস্থায়ী!

    (কোরাস)

    তোমার সৃষ্টিতে আনন্দ,

    মুক্তির বার্তায় হই জীবন্ত।

    জানি পরমদেশ আসবে।

    তবে তোমার প্রেম সীমাহীন।

    তোমার বন্ধুত্ব চিরদিন।

    তুমি যে মহান একাই,

    মোদের সুখ চিরস্থায়ী!