সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

রক্ষা করি মন

রক্ষা করি মন

ডাউনলোড:

  • লিড সিট

  1. ১. চাই সবসময় থাকতে শুদ্ধ,

    কিন্তু মনে চলে যুদ্ধ।

    পারছি কি ছুঁতে লক্ষ্য?

    ভাবি আমি অযোগ্য।

    জেগে থাকি রাত বেড়ে যায়,

    মন উজাড় করে বলি প্রার্থনায়।

    তুমি যে হাত বাড়ালে,

    পিতা আমাকে বাঁচালে।

    (কোরাস)

    চাই রক্ষা করতে সব চিন্তা ভাবনা,

    করে যাব রোজ প্রার্থনা।

    ক্লান্ত হয়ে পড়ি না ঝুঁকে,

    রক্ষা করি মন, পাই শান্তি খুঁজে।

  2. ২. সত্যি তোমার কাজ করতে চাই,

    নিজের সঙ্গে করি লড়াই।

    অসহায় ভাবি আবার,

    ভালোবাস কি আজ আর?

    তবু তুলি মুখ জোড় করে,

    চলি যা আসছে, তা প্রচার করে।

    এলে হতাশার সেই রাত,

    চাই পিতা ধরো আমার হাত।

    (কোরাস)

    চাই রক্ষা করতে সব চিন্তা ভাবনা,

    করে যাব রোজ প্রার্থনা।

    ক্লান্ত হয়ে পড়ি না ঝুঁকে,

    রক্ষা করি মন, পাই শান্তি খুঁজে।

    পাই শান্তি খুঁজে।

    (ব্রীজ)

    হাল ছাড়ব না, পড়ে গেলে।

    দুশ্চিন্তা, এই মনে এলে।

    চাপ নেওয়ার তাই, নেই কোনো দরকার।

    যিহোবা জানি, তুমি করবে উদ্ধার।

    নিশ্চয়, করবে উদ্ধার।

    (কোরাস)

    চাই রক্ষা করতে সব চিন্তা ভাবনা,

    করে যাব রোজ প্রার্থনা।

    ক্লান্ত হয়ে পড়ি না ঝুঁকে,

    রক্ষা করি মন, পাই শান্তি খুঁজে।