সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্বাস দিয়ে

বিশ্বাস দিয়ে

(গীতসংহিতা ২৭:১৩)

ডাউনলোড:

  1. ১. ভয় পাই না শত্রুর মাঝে।

    ভয় নেই সিংহের আওয়াজে।

    যাঃতে নির্ভর করি তাই,

    না পালাই না লুকাই!

    যিহোবা পাশে সব কাজে।

    (কোরাস)

    বিশ্বাস দিয়ে, দেখি আঁধার সরিয়ে।

    বিশ্বাস দিয়ে, বুকে সাহস ধরি।

    হয়ে যাঃয়েতে সবল,

    এগোবই তাই অটল।

    আছেন কাছে যাঃ মনে করি

    বিশ্বাস দিয়ে...

  2. ২. ছিলেন বিশ্বস্ত যারা—

    উদাহরণ চমৎকার!

    তাদের আশা নিশ্চিত,

    পাবেন অনন্ত জিত।

    ফিরবেন নতুন প্রাণে আবার।

    (কোরাস)

    বিশ্বাস দিয়ে, দেখি আঁধার সরিয়ে।

    বিশ্বাস দিয়ে, বুকে সাহস ধরি।

    হয়ে যাঃয়েতে সবল,

    এগোবই তাই অটল।

    আছেন কাছে যাঃ মনে করি

    বিশ্বাস দিয়ে...

    (ব্রীজ)

    বিশ্বাস দিয়ে, পর্বত দিই সরিয়ে,

    যাই সামনে বাধা এড়িয়ে।

    কী হতো আমার

    যদি বিশ্বাস না থাকত?

    আঁধারে যেতাম হারিয়ে।

  3. ৩. দেখি সেই নতুন জগৎ

    দুচোখে স্বপ্ন তার।

    দৃঢ় আমি তাই।

    এসেছে সময় প্রায়—

    নেবেন হাতে যাঃ তাঁর অধিকার।

    (কোরাস)

    বিশ্বাস দিয়ে, দেখি আঁধার সরিয়ে।

    বিশ্বাস দিয়ে, বুকে সাহস ধরি।

    হয়ে যাঃয়েতে সবল,

    এগোবই তাই অটল।

    আছেন কাছে যাঃ মনে করি

    বিশ্বাস দিয়ে।

    বিশ্বাস দিয়ে।

(এছাড়াও, ইব্রীয় ১১:১-৪০ পদ দেখুন।)