সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“যিহোবা আমার সান্ত্বনা”

“যিহোবা আমার সান্ত্বনা”

“যিহোবা আমার সান্ত্বনা”

ওপরের কথাগুলো সুইডেনের রাজা ৯ম চার্লস এর সরকারি রাজকীয় আদর্শ-বাণীর এক অনুবাদ। ল্যাটিন ভাষায় এটা এভাবে পড়া হয়: “ইহভা সলাটিয়ুম মিয়ুম।” এই রাজা ছিলেন ১৫৬০ থেকে ১৬৯৭ সালের মধ্যে সুইডেনের কয়েক প্রজন্মের শাসক বংশের একজন, যিনি মুদ্রায়, পদকে বা ব্যক্তিগত আদর্শ-বাণীতে ইব্রীয় বা ল্যাটিন বর্ণ দিয়ে ঈশ্বরের নাম তুলে ধরেছিলেন। এ ছাড়া, ৯ম চার্লস যিহোবার রাজকীয় ভ্রাতৃসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ১৬০৭ সালে চার্লস তার রাজ্যাভিষেকের সময় নিজের গলায় একটা হার পরেছিলেন, যেটাকে বলা হতো যিহোবা চেইন।

কী রাজাদের এই অভ্যাসগুলোর দিকে চালিত করেছিল? পণ্ডিতরা মনে করে যে, সেই সময়ে ইউরোপে কালভিনীয় আন্দোলন ও সেইসঙ্গে বাইবেলের প্রতি সম্মান তাদের প্রভাবিত করেছিল। নবজাগরণের সুশিক্ষিত সার্বভৌম ব্যক্তি হিসেবে তারা স্পষ্টতই ঈশ্বরের ব্যক্তিগত নাম যিহোবার ল্যাটিন সংস্করণের সঙ্গে পরিচিত ছিল। কেউ কেউ নিঃসন্দেহে উপলব্ধি করেছিল যে, বাইবেলের মূল ইব্রীয় পাঠ্যাংশে নামটি হাজার হাজার বার পাওয়া যায়।

এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে, ১৬ থেকে ১৭ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন জায়গায় যিহোবা নামটি প্রায়ই মুদ্রা ও পদক এবং সেইসঙ্গে সরকারি ভবন ও গির্জাগুলোতে দেখা যেত। যাত্রাপুস্তক ৩:১৫ পদে উদ্ধৃত ঈশ্বরের নিজের উক্তি স্পষ্টতই সকলের দ্বারা গৃহীত ও সম্মানিত হয়েছিল, যেখানে বলা আছে: “যিহোবা, . . . আমার এই নাম অনন্তকালস্থায়ী।” (g০৩ ৬/২২)

[১৩ পৃষ্ঠার চিত্রগুলো]

যিহোবার রাজকীয় ভ্রাতৃসমাজের চেইন ও ব্যাজ, ১৬০৬ সাল, সোনা, ইনামেল, প্রাকৃতিক স্ফটিক এবং গাঢ় লাল রঙের উপরত্ন দিয়ে তৈরি

রাজা চতুর্দশ আ্যরিক ১৫৬০-৬৮

রাজা ৯ম চার্লস ১৫৯৯-১৬১১ (চতুর্দশ আ্যরিকের ভাই)

রাজা ২য় গাসটাভুস আ্যডোল্ফ ১৬১১-৩২ (রাজা ৯ম চার্লসের ছেলে)

রানি ক্রিস্টিনা ১৬৪৪-৫৪ (২য় গাসটাভুস আ্যডোল্ফের মেয়ে)

[সৌজন্যে]

চেইন: Livrustkammaren, Stockholm Sverige; মুদ্রাগুলো: Kungl. Myntkabinettet, Sveriges Ekonomiska Museum