সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

অশ্লীল বিষয়গুলো “অশ্লীল বিষয়গুলো—অক্ষতিকর অথবা ক্ষতিকর?” (অক্টোবর - ডিসেম্বর ২০০৩) এই ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য ধন্যবাদ। আমার এই সরাসরি পরামর্শের প্রয়োজন ছিল। একজন খ্রিস্টান হওয়ার আগে আমি অনেক সময় ধরে অশ্লীল বিষয়গুলো দেখে আসছিলাম। এই প্রবন্ধগুলো আমাকে আগের চেয়ে এখন আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করেছে যে, এটা কত ক্ষতিকর এবং এর জোরালো আকর্ষণ থেকে মুক্ত হওয়ার জন্য কোন গুরুত্বপূর্ণ ধাপগুলো নেওয়া প্রয়োজন।

ই. পি., যুক্তরাষ্ট্র (g০৪ ৩/২২)

দুবছর আগে বিবাহবিচ্ছেদের দ্বারা আমার ২২ বছরের সুখী বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে। মূলত, অশ্লীল বিষয়গুলোই আমাদের কাছ থেকে একজন চমৎকার স্বামী ও প্রেমময় বাবাকে ছিনিয়ে নেওয়ার জন্য দায়ী। এই ভয়ংকর আসক্তি তার দয়ালু ও শান্ত ব্যক্তিত্বকে পালটে বদমেজাজি, মিথ্যাবাদী ও হিংস্র করে তুলেছিল। আমি মনে করতাম যে, অশ্লীল বিষয়গুলোর পরিণতিগুলো বুঝি আমি একাই ভোগ করছি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে, অনেকেই এই সংকটের মধ্যে রয়েছে। সুন্দরভাবে লেখা এই ধারাবাহিক প্রবন্ধের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

এল. টি., যুক্তরাষ্ট্র (g০৪ ৩/২২)

বাইবেল অধ্যয়ন করার আগে আমি দশ বছরেরও বেশি সময় ধরে অশ্লীল বিষয়গুলোর প্রতি আসক্ত ছিলাম। এর সমর্থনকারীরা যাই দাবি করুক না কেন, সত্যি করে বলতে গেলে এর মধ্যে গঠনমূলক কিছুই নেই। যিহোবার সাক্ষিদের একজন হওয়ার আগে, আমি প্রায় সব ধরনের নেশাকর দ্রব্যে আসক্ত ছিলাম। আমি যে-সমস্ত কিছুতে আসক্ত ছিলাম সেগুলোর মধ্যে অশ্লীল বিষয়গুলোর আসক্তি থেকে মুক্ত হওয়া ছিল সবচেয়ে বেশি কঠিন। দয়া করে এই ধরনের প্রবন্ধগুলো ক্রমাগত ছাপাতে থাকুন।

জে. এ., যুক্তরাষ্ট্র (g০৪ ৩/২২)

ডায়াবিটিস “ডায়াবিটিস নিয়ে বেঁচে থাকা” (জানুয়ারি - মার্চ ২০০৪) ধারাবাহিক প্রচ্ছদ প্রবন্ধগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ১২ বছর ধরে আমার টাইপ ১ ডায়াবিটিস রয়েছে এবং প্রায়ই ইনসুলিন ইনজেকশন দিয়ে আমার চিকিৎসা করা হচ্ছে। আমার স্ত্রী আমাকে প্রচুর সাহায্য করে। আমরা দুজনেই এই রোগ সম্বন্ধে নানা বিষয় শিখে যাচ্ছি, আমরা দুজনে একসঙ্গে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করি এবং আমি এক আশাবাদী মনোভাব গড়ে তোলার ওপর কাজ করে যাচ্ছি। যেহেতু আমি একজন ভ্রমণ অধ্যক্ষ হিসেবে সেবা করি, তাই আমি আমাদের সহখ্রিস্টানদের মধ্যে লক্ষ করেছি যে, একজন অসুস্থ ব্যক্তিকে তার জীবনের প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে সাহায্য করার জন্য তার প্রতি আরও বেশি দয়ালু ও ধৈর্যশীল হওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে তারা খুব সচেতন। এই ধরনের মনোভাব আমাকে মণ্ডলীগুলোতে পরিচর্যা চালিয়ে যেতে সাহায্য করে। এই ধারাবাহিক প্রবন্ধগুলো ঠিক সময়ে আমার কাছে এসে পৌঁছেছে। আরেকবার বলব, অনেক অনেক ধন্যবাদ।

ডব্লু. বি., পোল্যান্ড (g০৪ ৩/৮)

আমি ২৮ বছর ধরে ডায়াবিটিসে ভুগছি। আমার পরিবারের দশ জন সদস্য এই রোগে ভুগছে। আজ পর্যন্ত যা আমি দেখে এসেছি তাতে বলা যায়, আপনাদের ধারাবাহিক প্রবন্ধগুলোতে বিস্তারিত তথ্য থাকে। প্রবন্ধগুলো আমাদের সৃষ্টিকর্তার ভালবাসাকে প্রতিফলিত করে—এমন কিছু যা এই বিষয়ে লেখা বাইরের প্রবন্ধগুলোতে পাওয়া যায় না। যেহেতু আমি আমার পরিবারের ওপর খুব বেশি নির্ভর করতে চাইতাম না, তাই চেষ্টা করতাম যেন অন্যেরা বুঝতে না পারে যে, আমি অসুস্থ। আমি অন্যদের যত্ন নিয়ে আনন্দ পেতাম। কিন্তু এই প্রবন্ধ আমাকে বুঝতে সাহায্য করেছে যে, আমার নিজের যত্নের প্রয়োজন রয়েছে, যাতে আমি অন্যদের আরও ভালভাবে যত্ন নিতে পারি।

এল. পি., ফ্রান্স (g০৪ ৩/৮)

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য আমার বয়স ১৬ বছর আর আমি হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী। আমি যে-প্রতিদ্বন্দ্বিতা ও চাপগুলোর মুখোমুখি হচ্ছি, আগে কখনও সেগুলোর মুখোমুখি হইনি। বন্ধুবান্ধবদের চাপের প্রভাবগুলো আমি সত্যিই বোধ করি। “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য” প্রবন্ধগুলো আমাকে বাইবেল পড়ার ও অধ্যয়ন করার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করেছে। কিশোর-কিশোরীদের প্রতি দেখানো আপনাদের চিন্তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, যা আমি প্রায় মনে করি যেন ব্যক্তিগতভাবে আমার প্রতিই দেখানো হয়েছে!

এস. আর., যুক্তরাষ্ট্র (g০৪ ১/২২)