সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

কুসংস্কার “কুসংস্কার কি কখনও শেষ হবে?” (অক্টোবর - ডিসেম্বর, ২০০৪) এই ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটি পড়ার সময় আমি উপলব্ধি করেছিলাম যে, আমি নিজেই কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। এটি খুবই অবাক হওয়ার বিষয়, কারণ যারা কুসংস্কারাচ্ছন্ন তাদের প্রতি আমি প্রায়ই রাগান্বিত হই। আমি জানি যে এই পত্রিকাটি আমাকে সাহায্য করবে।

এম. ইউ., যুক্তরাষ্ট্র

এমনকি যদিও আমি আমার নিজের দেশ থেকে অনেক দূরে বাস করি কিন্তু আমি অনুভব করি না যে, আমি কুসংস্কারের শিকার। কিন্তু এই ধারাবাহিক প্রবন্ধগুলো আমাকে যারা এর শিকার তাদের প্রতি সমবেদনা দেখাতে সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞ যে, যিহোবা শীঘ্রই এই সমস্যার শেষ আনবেন!

টি. জি., নরওয়ে

কুসংস্কারের সমস্যা সম্বন্ধে লোকেদেরকে জাগ্রত করার বিষয়ে আপনাদের অভিপ্রায়ের জন্য আমি আপনাদের প্রশংসা করি। কিন্তু, আমি মনে করি যে, ৮ ও ৯ পৃষ্ঠায় আপনারাও জাতিবৈষম্য দেখিয়েছেন। সেখানে আপনারা পাশ দিয়ে যাওয়া দুজন যিহুদির বর্ণনা করেছেন, যারা একজন আহত ব্যক্তিকে সাহায্য করার তাগিদ অনুভব করেনি। কেন আপনারা যিহুদিদেরই বেছে নিয়েছেন?

এইচ. এইচ., যুক্তরাষ্ট্র

“সচেতন থাক!” উত্তরে বলে: যিহুদি ব্যক্তি যিশুই প্রতিবেশীসুলভ শমরীয়ের গল্পটি বলেছিলেন। যিশুর দিনে, অনেক যিহুদি শমরীয়দের প্রতি কুসংস্কারাচ্ছন্ন ছিল। তাই, অন্য জাতির একজন লোক এক যিহুদির কাছে উত্তম প্রতিবেশী হতে পারে এটা দেখিয়ে, যিশু তাঁর যিহুদি শ্রোতাদেরকে এক অতি মূল্যবান শিক্ষা দিচ্ছিলেন।

বিয়ের আগে যৌনসম্পর্ক করা “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . বিয়ের আগে যৌনসম্পর্ক করার মধ্যে দোষের কী?” প্রবন্ধটি আমার কাছে শক্তির এক উৎস ছিল। (অক্টোবর - ডিসেম্বর, ২০০৪) যুবক-যুবতীদের দ্বারা প্রকাশ করা যে-চিন্তাধারাগুলো সম্বন্ধে এই প্রবন্ধ উদ্ধৃতি করে, সেগুলোর সঙ্গে আমার চিন্তাধারার মিল রয়েছে। বিশেষ করে যে-কথাগুলো আমার ওপর ছাপ ফেলেছিল তা ছিল গীতসংহিতা ৮৪:১১ পদের কথাগুলো, যা আমাদের বলে যে, যারা সিদ্ধতায় চলে, যিহোবা তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।

টি. ইউ., জার্মানি

একজন যুবক ব্যক্তি হিসেবে, যিহোবার দৃষ্টিতে শুদ্ধতা বজায় রাখার জন্য সবসময় আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু কখনো কখনো তা বজায় রাখা কঠিন হয়। এই প্রবন্ধটি আমার দৃঢ়সংকল্পকে পুনরুজ্জীবিত করেছে এবং আমাকে মনে করিয়ে দিয়েছে যে, শুধু আমিই শয়তানের জগতের চাপগুলোর মুখোমুখি হচ্ছি না। যিহোবা যুবক-যুবতীদের সম্বন্ধে কতখানি চিন্তা করেন, তা জানা সত্যিই উৎসাহজনক।

এফ. বি., বতসোয়ানা

“যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . কীভাবে আমি বিয়ের আগে যৌনসম্পর্ক করা এড়াতে পারি?” প্রবন্ধটির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। (আগস্ট ২২, ২০০৪, ইংরেজি) একজন শিক্ষিকা এবং উপদেষ্ট্রী হিসেবে, এই প্রবন্ধটিকে আমি খুবই আগ্রহজনক বলে মনে করেছি। ক্লাস নেওয়ার সময়, ছাত্র-ছাত্রীরা যাতে যিহোবা ঈশ্বরের দ্বারা পবিত্র ও প্রশংসনীয় বলে গণ্য হয় এবং বিয়ের আগে যৌনসম্পর্ক করার ফলে যে-সমস্যাগুলো আসতে পারে, সেগুলোর মুখোমুখি না হয়েই তাদের পড়াশোনায় ভাল উন্নতি করে, তার জন্য তাদেরকে সাহায্য করতে আমি উপকারজনক বিষয়গুলো তুলে ধরেছিলাম। অনেক ছাত্র-ছাত্রী আগ্রহ দেখিয়েছিল এবং বাইবেল সম্বন্ধে আরও বেশি করে জানতে চেয়েছিল! কিছু শিক্ষক-শিক্ষিকা আমাকে এখন তাদের ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে বলছেন। প্রত্যেক সপ্তাহে, আমি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইটি থেকে বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য আমার ক্লাসের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলিত হই।

বি. কে., মোজাম্বিক

আমার বয়স ২৫ বছর আর সতীত্ব বজায় রাখার জন্য আমি আমার যথাসাধ্য করেছি। এক সম্মানজনক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখন আমি আগের চেয়ে আরও বেশি দৃঢ়সংকল্পবদ্ধ। আপনাদের এই অপূর্ব কাজ চালিয়ে যান।

এফ. কে., উগান্ডা