সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একটা হাল যেমন নৌকাকে সঠিক পথে রাখে, তেমনই শাসন সন্তানদের নির্দেশনা দেয়

বাবা-মায়েদের জন্য

৬ শাসন

৬ শাসন

এটার অর্থ

শাসন শব্দটা নির্দেশনা দেওয়া অথবা শিক্ষা দেওয়াকে বোঝাতে পারে। কখনো কখনো এর অন্তর্ভুক্ত হল সন্তানের অশোভন আচরণ সংশোধন করা। তবে, বেশিরভাগ ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হল নৈতিক প্রশিক্ষণ দেওয়া, যা সন্তানকে প্রথমেই উত্তমটা বাছাই করার বিষয়ে শিখতে সাহায্য করে।

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ

সাম্প্রতিক কয়েক দশকে, কোনো কোনো বাড়িতে শাসন করা বলতে গেলে অদৃশ্য হয়ে গিয়েছে কারণ বাবা-মায়েরা এটা চিন্তা করে ভয় পান, সংশোধন করলে সন্তানের আত্মসম্মান কমে যেতে পারে। কিন্তু, বিজ্ঞ বাবা-মায়েরা যুক্তিসংগত নিয়ম স্থির করেন এবং তাদের সন্তানদের সেগুলো মেনে চলার প্রশিক্ষণ দেন।

“সন্তানদের সীমা নির্ধারণ করে দেওয়া প্রয়োজন, যাতে তারা সর্বগুণসম্পন্ন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে পারে। শাসন না করা হলে, সন্তানরা একটা হালবিহীন নৌকার মতো হয়ে উঠবে, যা একসময়ে সঠিক পথ থেকে সরে যাবে অথবা এমনকী উলটে যাবে।”—পামেলা।

আপনি যা করতে পারেন

সংগতি বজায় রাখুন। সন্তান যদি আপনাদের দেওয়া নিয়ম না মানে, তা হলে তাদের সেটার জন্য নির্ধারিত শাস্তি ভোগ করতে দিন। অন্যদিকে, সে যদি তা মানে, তা হলে নির্দ্বিধায় তার প্রশংসা করুন।

“আমি প্রায়ই আমার সন্তানদের প্রশংসা করি কারণ তারা এমন এক জগতে বাধ্যতা দেখাচ্ছে, যে-জগতে বাধ্যতা বলতে গেলে দেখাই যায় না। প্রশংসা করা হয় বলে, প্রয়োজনের সময় সংশোধন মেনে নেওয়াও তাদের পক্ষে আরও সহজ হয়।”—ক্রিস্টিন।

বাইবেলের নীতি: “মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।”—গালাতীয় ৬:৭.

যুক্তিবাদী হোন। শাসন করার সময় সন্তানের বয়স, সামর্থ্য ও তার ভুল কতটা গুরুতর, সেই বিষয়ে বিবেচনা করুন। সাধারণত শাস্তি তখনই সবচেয়ে কার্যকরী হয়, যখন তা সন্তানের ভুলের সঙ্গে সম্পর্কযুক্ত—যেমন, ফোন সঠিকভাবে ব্যবহার না করার শাস্তি হতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য তাকে ফোন ব্যবহার করতে না দেওয়া। একইসময়ে, তিলকে তাল করে মাথা গরম করা এড়িয়ে চলুন।

“আমি এটা বোঝার চেষ্টা করি, আমার সন্তান ইচ্ছাকৃতভাবে অবাধ্য হয়েছে, না কি সে শুধু না বুঝে একটা ভুল করেছে। বার বার একই ভুল করে ব্যক্তিত্বের দুর্বলতা প্রকাশ করা, যা সংশোধন করা প্রয়োজন এবং এমন কোনো ভুল, যা শুধু দেখিয়ে দেওয়াই যথেষ্ট—এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে।”—ওয়েনডেল।

বাইবেলের নীতি: “তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়।”—কলসীয় ৩:২১.

প্রেমময় হোন। সন্তানরা যখন বুঝতে পারে, শাসনের পিছনে বাবা অথবা মায়ের প্রধান কারণ হল প্রেম, তখন তাদের পক্ষে তা মেনে নেওয়া ও কাজে লাগানো আরও সহজ হয়।

“আমাদের ছেলে যখন ভুল করেছিল, তখন আমরা তাকে এই বিষয়ে আশ্বস্ত করেছিলাম, তার অতীতের ভালো সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। আমরা বলেছিলাম, এই ভুলের কারণে তার সেই সুনাম নষ্ট হবে না, যদি সে প্রয়োজনীয় শাসন মেনে নেয় আর আমরা তাকে সেটা করতে সাহায্য করার জন্য প্রস্তুত আছি।”—ড্যানিয়েল।

বাইবেলের নীতি: “ভালবাসা সব সময় ধৈর্য ধরে, দয়া করে।”—১ করিন্থীয় ১৩:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।