সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৫ দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

৫ দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ

দুঃখকষ্ট যে শেষ হবে, এটা বিশ্বাস করার যদি কোনো কারণ থাকে, তা হলে এই আশা জীবন ও এমনকী ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করতে পারে।

চিন্তা করার মতো বিষয়

অনেক লোক দুঃখকষ্ট দূর করতে চায় ঠিকই কিন্তু তা পুরোপুরি দূর করার সামর্থ্য তাদের নেই। নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ করুন:

চিকিৎসাশাস্ত্রে উন্নতি হওয়ার সত্ত্বেও . . .

  • এখনও মৃত্যুর সবচেয়ে বড়ো কারণ হল হৃদরোগ।

  • ক্যান্সার প্রতি বছর লক্ষ লক্ষ লোকের প্রাণ কেড়ে নিচ্ছে।

  • ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজি পত্রিকায় ড. ডেভিড ব্লুম বলেন, “যদিও বর্তমানে অনেক নতুন নতুন ওষুধ রয়েছে, তবুও ডাক্তাররা অনেক রোগের চিকিৎসা করতে পারেন না। এ ছাড়া, লোকেরা নতুন নতুন রোগে, এমনকী সেইসমস্ত রোগে আক্রান্ত হচ্ছে, যেগুলো বহুদিন দেখা যায়নি।”

কোনো কোনো দেশ আর্থিক দিক দিয়ে উন্নত হওয়া সত্ত্বেও . . .

  • প্রতি বছর লক্ষ লক্ষ শিশুর মৃত্যু ঘটে আর বিশেষ করে দরিদ্র দেশগুলোতে শিশু মৃত্যুর এই হার সবচেয়ে বেশি।

  • কোটি কোটি লোক এমন অপরিচ্ছন্ন জায়গায় বাস করে, যেখানে বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা নেই।

  • কোটি কোটি লোক বিশুদ্ধ জল পায় না।

মানবাধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি সত্ত্বেও . . .

  • অনেক দেশে মানব পাচার চক্র সক্রিয় রয়েছে এবং কোনো কোনো দেশে এই অপরাধের জন্য যারা দায়ী, তাদের শাস্তি দেওয়া হয় না। কেন এমনটা হয়ে থাকে? ইউনাইটেড নেশন্‌স-এর একটা রিপোর্ট বলে, হয় কর্তৃপক্ষরা “এই সমস্যার বিষয় অবগত নয় নতুবা তারা এই সমস্যা দূর করতে অক্ষম।”

    আরও জানুন

    jw.org ওয়েবসাইটে ঈশ্বরের রাজ্য কী? শিরোনামের ভিডিওটা দেখুন।

বাইবেল যা বলে

ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন।

তিনি আমাদের দুঃখকষ্ট ও ব্যথা সম্বন্ধে অবগত আছেন।

“[ঈশ্বর] দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই; তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই; বরং সে তাঁহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন।”গীতসংহিতা ২২:২৪.

“তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।”১ পিতর ৫:৭.

দুঃখকষ্ট চিরকাল ধরে থাকবে না।

বাইবেল প্রতিজ্ঞা করে, আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য বাস্তবায়িত হবেই।

“ঈশ্বর . . . তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

ঈশ্বর মানুষের দুঃখকষ্টের কারণগুলো দূর করবেন।

তিনি তাঁর রাজ্যের মাধ্যমে এটা করবেন। বাইবেল জানায়, এই রাজ্য হল এক বাস্তব সরকার।

“স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না; তাহা . . . আপনি চিরস্থায়ী হইবে।”দানিয়েল ২:৪৪.