সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি সহজেই পরামর্শ পেতে পারেন

আপনি সহজেই পরামর্শ পেতে পারেন

“শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।” (২ তীমথিয় ৩:১৬) এই শাস্ত্রপদে বলা “অনুপ্রাণিত” শব্দের অর্থ হল, ঈশ্বর তাঁর চিন্তাভাবনা বাইবেল লেখকদের মনে দিয়েছিলেন।

ঈশ্বর তাঁর বিজ্ঞ পরামর্শ থেকে উপকার লাভ করতে আপনাকে আমন্ত্রণ জানান

“আমি সদাপ্রভু [“যিহোবা,” NW] তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্ম্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায় হইত।”—যিশাইয় ৪৮:১৭, ১৮.

এই কথাগুলোকে আপনি ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক ব্যক্তিগত আমন্ত্রণ হিসেবে মনে করতে পারেন। তিনি চান আপনি যেন মনের শান্তি ও স্থায়ী সুখ পান আর তা খুঁজে পেতে তিনি আপনাকে সাহায্য করতে পারেন।

ঈশ্বরের বিজ্ঞ পরামর্শ আপনি সহজেই পেতে পারেন

“সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা হবে।”—মার্ক ১৩:১০.

‘সুসমাচারের’ অন্তর্ভুক্ত যিহোবার প্রতিজ্ঞাগুলো হল, দুঃখকষ্টের শেষ হওয়া, পৃথিবীর পরমদেশে পরিণত হওয়া এবং আমাদের মৃত প্রিয়জনদের জীবনে ফিরে আসা। এই বাইবেলভিত্তিক বার্তা যিহোবার সাক্ষিরা বিশ্বব্যাপী প্রচার করে থাকে।