সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভূমিকা

ভূমিকা

এটি একটি সত্য গল্পের বই। এই গল্পগুলো জগতের সর্বশ্রেষ্ঠ বই বাইবেল থেকে নেওয়া হয়েছে। এগুলো তোমাকে, ঈশ্বর যখন থেকে সৃষ্টি করতে শুরু করেছিলেন, তখন থেকে বর্তমান দিন পর্যন্ত জগতের ইতিহাস সম্বন্ধে জানাবে। এগুলো এমনকী ঈশ্বর ভবিষ্যতে যা করবেন বলে প্রতিজ্ঞা করেছেন, সেই সম্বন্ধেও জানায়।

বাইবেলে কী রয়েছে, সেই বিষয়ে এই বই তোমাকে এক ধারণা দেবে। এটি বাইবেলের সময়ের লোকেদের সম্বন্ধে এবং তারা যা যা করেছিল, সেই সম্বন্ধে জানায়। এ ছাড়া, এটি জানায় যে, ঈশ্বর লোকেদেরকে এক পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার চমৎকার আশা দিয়েছেন।

এই বইয়ে এক-শো ষোলোটা গল্প রয়েছে। সেগুলোকে আটটা খণ্ডে ভাগ করা হয়েছে। প্রতিটা খণ্ডের শুরুর পৃষ্ঠাটা, সেই খণ্ডে যা পাওয়া যাবে, সেই সম্বন্ধে সংক্ষেপে জানায়। গল্পগুলো পর পর ঠিক সেভাবেই এসেছে, যেভাবে ইতিহাসে পর পর ঘটনাগুলো ঘটেছে। এটা তোমাকে ইতিহাসের কোন ঘটনা কখন ঘটেছে ও সেইসঙ্গে ওই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য ঘটনা জানতে সাহায্য করবে।

গল্পগুলো সহজ ভাষায় বলা হয়েছে। অল্পবয়সি ছেলে-মেয়েরা, তোমাদের মধ্যে অনেকেই সেগুলো নিজে নিজে পড়তে পারবে। বাবা-মায়েরা, আপনারা দেখবেন যে, এই গল্পগুলো বার বার পড়ে শোনালে আপনাদের ছোটো সন্তানরা অনেক আনন্দ পাচ্ছে। আপনারা দেখবেন যে, এই বইয়ে ছোটো-বড়ো সকলের জন্যই আগ্রহজনক অনেক বিষয় রয়েছে।

প্রতিটা গল্পের শেষে শাস্ত্রপদ উল্লেখ করা হয়েছে। তোমাকে বাইবেলের ওই অংশটুকু, যেটার ওপর ভিত্তি করে সেই গল্পটা নেওয়া হয়েছে, তা পড়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। তুমি যখন একটা গল্প পড়া শেষ করবে, তখন পড়ার শেষে সেই গল্পের অধ্যয়ন প্রশ্নগুলো, যেগুলো এক-শো ষোলো নম্বর গল্পের পরে দেওয়া হয়েছে, সেগুলোও পুনরালোচনা কোরো এবং উত্তরগুলো মনে করার চেষ্টা কোরো।