সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১

ঈশ্বর সৃষ্টির কাজ শুরু করেন

ঈশ্বর সৃষ্টির কাজ শুরু করেন

আমাদের কাছে উত্তম যা-কিছু রয়েছে, সেগুলোর সমস্তই ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি সূর্য সৃষ্টি করেছেন, যেন আমরা দিনের বেলা আলো পাই এবং চাঁদ ও তারা সৃষ্টি করেছেন, যেন আমরা রাতের বেলাও কিছুটা আলো পাই। আর আমাদের বসবাসের জন্য ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন।

তবে, ঈশ্বর প্রথমেই সূর্য, চাঁদ, তারা ও পৃথিবী সৃষ্টি করেননি। তুমি কি জান, প্রথম সৃষ্টি কী ছিল? ঈশ্বর প্রথমে তাঁরই মতো ব্যক্তিদের সৃষ্টি করেছিলেন। আমরা এই ব্যক্তিদের দেখতে পারি না, ঠিক যেমন আমরা ঈশ্বরকেও দেখতে পাই না। বাইবেলে এই ব্যক্তিদেরকে স্বর্গদূত বলা হয়েছে। ঈশ্বর তাঁর সঙ্গে স্বর্গে বাস করার জন্য এই স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন।

ঈশ্বর সবচেয়ে প্রথমে যে-স্বর্গদূতকে সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন একজন বিশেষ ব্যক্তি। তিনি ঈশ্বরের প্রথমজাত পুত্র ছিলেন এবং সেই পুত্র তাঁর পিতার সঙ্গে কাজ করেছিলেন। তিনি ঈশ্বরকে অন্যান্য সব কিছু সৃষ্টি করতে সাহায্য করেছিলেন। তিনি ঈশ্বরকে সূর্য, চাঁদ, তারা ও সেইসঙ্গে আমাদের পৃথিবী সৃষ্টি করতে সাহায্য করেছিলেন।

তখন এই পৃথিবী কেমন ছিল? শুরুতে এই পৃথিবীতে কেউ বাস করতে পারত না। পুরো পৃথিবীতে এক বিশাল মহাসাগর ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু, ঈশ্বর চেয়েছিলেন যেন পৃথিবীতে মানুষ বাস করে। তাই, তিনি আমাদের জন্য বিভিন্ন কিছু প্রস্তুত করতে শুরু করেছিলেন। তিনি কী করেছিলেন?

একেবারে প্রথমেই, আলো প্রয়োজন ছিল। তাই ঈশ্বর পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য থেকে আলো সৃষ্টি করেছিলেন। তিনি আলোকে এমনভাবে সৃষ্টি করেছিলেন, যেন দিন ও রাত উভয়ই হতে পারে। এরপর, ঈশ্বর মহাসাগরের জলের মধ্য থেকে ভূমিকে ওপরে উঠিয়েছিলেন।

প্রথমে ভূমির ওপর কিছুই ছিল না। তুমি এখানে যে-ছবিটা দেখতে পাচ্ছ, ভূমি দেখতে ঠিক সেইরকমই ছিল। কোনো ফুল অথবা গাছপালা কিংবা পশুপাখি ছিল না। এমনকী মহাসাগরের মধ্যে কোনো মাছও ছিল না। পৃথিবীকে মানুষ ও পশুপাখির বেঁচে থাকার উপযোগী করে সত্যি সত্যিই সুন্দর করে তোলার জন্য ঈশ্বরের আরও অনেক কাজ করা বাকি ছিল।

যিরমিয় ১০:১২; কলসীয় ১:১৫-১৭; আদিপুস্তক ১:১-১০.