সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২

অপূর্ব এক বাগান

অপূর্ব এক বাগান

এখানে পৃথিবীর দিকে তাকিয়ে দেখো! সব কিছু কতই-না সুন্দর! ঘাস ও গাছপালা, ফুল এবং সমস্ত পশুপাখির দিকে তাকিয়ে দেখো। তুমি কি হাতি ও সিংহগুলোকে খুঁজে বের করতে পারবে?

এই অপূর্ব বাগানটা কোথা থেকে এসেছে? এসো আমরা দেখি, ঈশ্বর কীভাবে এই পৃথিবীকে আমাদের জন্য প্রস্তুত করেছেন।

প্রথমে, ঈশ্বর ভূমিকে ঢেকে দেওয়ার জন্য সবুজ ঘাস সৃষ্টি করেছিলেন। আর তিনি সব রকমের ছোটো লতাগুল্ম, ঝোপঝাড় ও গাছপালা সৃষ্টি করেছিলেন। বেড়ে উঠতে থাকা এই গাছপালা পৃথিবীকে সুন্দর করে তুলেছিল। কিন্তু, এগুলো তার চেয়েও বেশি কিছু করেছিল। এগুলোর মধ্যে অনেকগুলো থেকেই আমরা সুস্বাদু খাবার পাই।

এরপর, ঈশ্বর জলে সাঁতার কাটার জন্য মাছ এবং আকাশে ওড়ার জন্য পাখি সৃষ্টি করেছিলেন। তিনি কুকুর, বিড়াল ও ঘোড়া সৃষ্টি করেছিলেন; ছোটো-বড়ো পশুপাখি সৃষ্টি করেছিলেন। তোমার ঘরের কাছাকাছি কোন কোন পশুপাখি দেখা যায়? ঈশ্বর আমাদের জন্য এই সব কিছু সৃষ্টি করেছেন বলে কি আমরা আনন্দিত নই?

সব শেষে, ঈশ্বর পৃথিবীর একটা অংশকে এক বিশেষ স্থান হিসেবে প্রস্তুত করেছিলেন। তিনি এই স্থানের নাম দিয়েছিলেন এদন বাগান। এটা একেবারে নিখুঁত ছিল। এর ভিতরে সব কিছুই অপূর্ব ছিল। আর ঈশ্বর চেয়েছিলেন যেন পুরো পৃথিবীটাই ঠিক তাঁর প্রস্তুত করা এই বাগানের মতো সুন্দর হয়ে ওঠে।

কিন্তু, আবারও এই বাগানের ছবিটার দিকে তাকিয়ে দেখো। তুমি কি জান, ঈশ্বর এখানে কীসের অভাব দেখতে পেয়েছিলেন? চলো দেখি।

আদিপুস্তক ১:১১-২৫; ২:৮, ৯.