সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৪

যে-কারণে তারা তাদের গৃহ হারিয়েছিল

যে-কারণে তারা তাদের গৃহ হারিয়েছিল

দেখো কী হচ্ছে। আদম ও হবাকে অপূর্ব এদন বাগান থেকে বের করে দেওয়া হচ্ছে। তুমি কি জান, কেন?

কারণ তারা খুবই মন্দ কিছু করেছে। আর তাই যিহোবা তাদের শাস্তি দিচ্ছেন। তুমি কি জান, আদম ও হবা কোন মন্দ কাজ করেছে?

তারা এমন কিছু করেছিল, যা ঈশ্বর তাদের করতে বারণ করেছিলেন। ঈশ্বর তাদের বলেছিলেন যে, তারা বাগানের বিভিন্ন গাছ থেকে খাবার খেতে পারে। কিন্তু, ঈশ্বর শুধু একটা গাছ থেকে তাদের খেতে বারণ করেছিলেন, যদি খায়, তাহলে তারা মারা যাবে। তিনি সেই গাছটাকে নিজের অধিকারে রেখেছিলেন। আর আমরা জানি, অন্যের জিনিস নেওয়া অন্যায়, তাই-না? তাহলে, কী হয়েছিল?

একদিন হবা যখন বাগানে একা ছিলেন, তখন একটা সাপ তার সঙ্গে কথা বলে উঠেছিল। বিষয়টা ভাবতে পারো! সেই সাপ হবাকে ঠিক সেই গাছ থেকে ফল খেতে বলেছিল, যে-গাছ থেকে ঈশ্বর তাদেরকে খেতে বারণ করেছিলেন। আসলে, যিহোবা যখন সাপ সৃষ্টি করেছিলেন, তখন তিনি এগুলোকে কথা বলার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেননি। তার মানে হচ্ছে, অন্য কেউ সেই সাপকে দিয়ে কথা বলাচ্ছিল। তাহলে, সে কে ছিল?

তিনি আদম ছিলেন না। তার মানে, সে নিশ্চয়ই সেই ব্যক্তিদের মধ্যেই একজন, যাদেরকে যিহোবা পৃথিবী সৃষ্টিরও অনেক আগে সৃষ্টি করেছিলেন। এই ব্যক্তিরা ছিল স্বর্গদূত আর আমরা তাদেরকে দেখতে পাই না। এই স্বর্গদূতদের মধ্যে একজন খুবই গর্বিত হয়ে উঠেছিল। সে এইরকম চিন্তা করতে শুরু করেছিল যে, সেও ঈশ্বরের মতো একজন শাসক হতে পারে। আর সে চেয়েছিল যেন মানুষেরা যিহোবার পরিবর্তে তার বাধ্য হয়। এই স্বর্গদূতই সাপকে দিয়ে কথা বলাচ্ছিল।

এই স্বর্গদূত হবাকে বোকা বানাতে সফল হয়েছিল। সে যখন হবাকে এই কথা বলেছিল যে, হবা যদি সেই ফল খায়, তাহলে তিনি ঈশ্বরের সমান হয়ে যাবেন, তখন হবা তা বিশ্বাস করেছিলেন। তাই, হবা সেই ফল খেয়েছিলেন আর আদমও খেয়েছিলেন। আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিল আর এই কারণেই তারা তাদের অপূর্ব বাগানের মতো বাড়িটা হারিয়েছিল।

কিন্তু, ভবিষ্যতে ঈশ্বর এই বিষয়টা দেখবেন যেন পুরো পৃথিবী ঠিক এদন বাগানের মতোই সুন্দর হয়ে ওঠে। পরে আমরা শিখব যে, কীভাবে তুমিও সেই কাজে অংশ নিতে পারো। কিন্তু এখন, চলো আমরা দেখি যে, আদম ও হবার কী হয়।

আদিপুস্তক ২:১৬, ১৭; ৩:১-১৩, ২৪; প্রকাশিত বাক্য ১২:৯.