সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ২

জলপ্লাবন থেকে মিশর হতে উদ্ধার পর্যন্ত

জলপ্লাবন থেকে মিশর হতে উদ্ধার পর্যন্ত

যদিও মাত্র আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজার হাজার হয়েছিল। এরপর, জলপ্লাবনের তিন-শো বাহান্ন বছর পর অব্রাহামের জন্ম হয়েছিল। আমরা শিখব যে, কীভাবে ঈশ্বর অব্রাহামকে ইস্‌হাক নামে এক পুত্রসন্তান দেওয়ার মাধ্যমে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। তারপর, ইস্‌হাকের দুই ছেলের মধ্যে যাকোবকে ঈশ্বর মনোনীত করেছিলেন।

যাকোবের বারো জন ছেলে ও কয়েক জন মেয়ে-সহ এক বিরাট পরিবার ছিল। যাকোবের দশ জন ছেলে তাদের ছোটো ভাই যোষেফকে ঘৃণা করত আর তাকে মিশরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। পরে, যোষেফ মিশরের একজন গুরুত্বপূর্ণ শাসক হয়ে উঠেছিলেন। যখন মারাত্মক এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন যোষেফ তার ভাইদের হৃদয় পরিবর্তন হয়েছে কি না, তা দেখার জন্য তাদের পরীক্ষা করেছিলেন। অবশেষে, যাকোবের পুরো পরিবার অর্থাৎ ইস্রায়েলীয়রা মিশরে চলে গিয়েছিল। অব্রাহামের জন্মের দু-শো নব্বই বছর পর তা ঘটেছিল।

এর পরের দু-শো পনেরো বছর ধরে ইস্রায়েলীয়রা মিশরে বসবাস করেছিল। যোষেফের মৃত্যুর পর তারা সেখানে দাস হয়ে উঠেছিল। পরে, মোশির জন্ম হয়েছিল এবং ঈশ্বর মিশর হতে ইস্রায়েলীয়দের উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করেছিলেন। সবমিলিয়ে, দ্বিতীয় খণ্ডে আট-শো সাতান্ন বছরের ইতিহাস রয়েছে।

 

এই বিভাগে

STORY 11

প্রথম রংধনু

When you see a rainbow, what should it remind you of?

STORY 12

লোকেরা এক উচ্চদুর্গ নির্মাণ করে

God was not pleased, and the punishment he gave still affects people today.

STORY 13

অব্রাহাম—ঈশ্বরের বন্ধু

Why did Abraham leave his comfortable home to spend the rest of his life living in tents?

STORY 16

ইস্‌হাক এক উত্তম স্ত্রী পান

What made Rebekah such a good wife? Her beauty, or something else?

STORY 17

যে-যমজ ভাইয়েরা বিপরীত স্বভাবের ছিল

Their father, Isaac, loved Esau more, but their mother, Rebekah, loved Jacob more.

STORY 18

যাকোব হারণে যান

Jacob married Leah first even though he was in love with Rachel.

STORY 19

যাকোবের এক বড়ো পরিবার রয়েছে

Are the 12 tribes of Israel named after Jacob’s 12 sons?

STORY 20

দীণা বিপদে জড়িয়ে পড়ে

It all started with the wrong friends.

STORY 21

যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে

What could make some of them want to kill their own brother?

STORY 22

যোষেফকে কারাগারে আটক করে রাখা হয়

He is sent there, not because he broke the law, but because he did what was right.

STORY 23

ফরৌণের স্বপ্নগুলো

The seven cows and seven heads of grain have something in common.

STORY 24

যোষেফ তার ভাইদের পরীক্ষা করেন

How can he know whether they have really changed from the time that they sold him as a slave?

STORY 25

পরিবারটা মিশরে চলে যায়

Why are the members of Jacob’s family called Israelites instead of Jacobites?

STORY 26

ইয়োব ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন

Job lost his wealth, his health, and all his children. Was God punishing him?

STORY 27

A Bad King Rules Egypt

Why did he tell his people to kill all the Israelite baby boys?

STORY 28

শিশু মোশি যেভাবে রক্ষা পেয়েছিল

His mother finds a way around the law that all Israelite baby boys should be killed.

STORY 29

মোশি পালিয়ে যান

Moses thought he was ready to save the Israelites when he was 40 years old, but he wasn’t.

STORY 30

জ্বলন্ত ঝোপ

Using a series of miracles, God tells Moses that the time has come for Moses to lead the Israelites out of Egypt.

STORY 31

মোশি ও হারোণ ফরৌণের সঙ্গে দেখা করেন

Why doesn’t Pharaoh listen to Moses and release the Israelites?

STORY 32

দশ আঘাত

God brought 10 calamities on Egypt, all because the Egyptian ruler Pharaoh stubbornly refused to let the Israelites go.

STORY 33

সূফসাগর পার হওয়া

Moses parts the Red Sea by God’s power and the Israelites cross on dry land.