সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১৯

যাকোবের এক বড়ো পরিবার রয়েছে

যাকোবের এক বড়ো পরিবার রয়েছে

দেখো কত বড়ো এক পরিবার। ওরা হল যাকোবের বারো ছেলে। আর তার কয়েক জন মেয়েও রয়েছে। তুমি কি তার কোনো ছেলে-মেয়ের নাম জান? এসো, আমরা তাদের মধ্যে কয়েক জনের নাম শিখি।

লেয়ার গর্ভে রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহূদার জন্ম হয়। রাহেল যখন দেখতে পান যে, তার কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি খুবই দুঃখিত হয়ে পড়েন। তাই, তিনি তার দাসী বিল্‌হার সঙ্গে যাকোবের বিয়ে দিয়েছিলেন এবং বিল্‌হার দান ও নপ্তালি নামে দুই ছেলে হয়েছিল। তখন লেয়াও তার দাসী সিল্পার সঙ্গে যাকোবের বিয়ে দিয়েছিলেন এবং সিল্পার গর্ভে গাদ ও আশেরের জন্ম হয়। অবশেষে লেয়ার আরও দু-জন ছেলে হয়েছিল, যাদের নাম ইষাখর ও সবূলূন।

শেষপর্যন্ত রাহেল সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন যোষেফ। পরে আমরা যোষেফ সম্বন্ধে আরও অনেক কিছু শিখব কারণ তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন। এরা হচ্ছে যাকোবের এগারো ছেলে, যারা সেই সময়ে জন্মগ্রহণ করেছিল, যখন যাকোব রাহেলের বাবা লাবনের সঙ্গে থাকতেন।

এ ছাড়া, যাকোবের যদিও কয়েক জন মেয়ে হয়েছিল কিন্তু বাইবেল কেবল তাদের মধ্যে একজনের নাম জানায়। তার নাম ছিল দীণা।

একটা সময় আসে, যখন যাকোব লাবনকে ছেড়ে কনানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই, তিনি তার বড়ো পরিবার এবং তার বিরাট মেষপাল ও গোপাল একত্রিত করে দীর্ঘ যাত্রা করতে শুরু করেন।

যাকোব ও তার পরিবার কনানে ফিরে যাওয়ার অল্পসময় পর, রাহেল আরেক ছেলের জন্ম দিয়েছিলেন। এই ঘটনাটা যাত্রার মধ্যে ঘটেছিল। রাহেলের অনেক কষ্ট হয়েছিল আর শেষপর্যন্ত সন্তান প্রসব করার সময় তিনি মারা যান। কিন্তু, ছোট্ট ছেলেটি সুস্থ থাকে। যাকোব তার নাম দেন বিন্যামীন।

আমরা যাকোবের বারো ছেলের নাম মনে রাখতে চাই কারণ তাদের কাছ থেকেই পুরো ইস্রায়েল জাতি এসেছিল। আসলে, ইস্রায়েলের বারো বংশের নাম, যাকোবের দশ ছেলে ও যোষেফের দুই ছেলের নাম থেকেই দেওয়া হয়েছিল। ইস্‌হাক, এইসমস্ত ছেলের জন্মের পর আরও অনেক বছর বেঁচে ছিলেন আর এতগুলো নাতি পেয়ে তিনি নিশ্চয়ই অনেক আনন্দিত হয়েছিলেন। কিন্তু, চলো দেখি যাকোবের মেয়ে দীণার কী হয়েছিল।

আদিপুস্তক ২৯:৩২-৩৫; ৩০:১-২৬; ৩৫:১৬-১৯; ৩৭:৩৫.