সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২১

যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে

যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে

দেখো ছেলেটিকে কত মনমরা ও অসহায় দেখাচ্ছে। তিনিই যোষেফ। তার ভাইয়েরা এইমাত্র তাকে এই লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে। এই লোকেরা মিশরের দিকে যাচ্ছে। সেখানে যোষেফকে দাস হিসেবে কাজ করানো হবে। কেন তার সৎভাইয়েরা এইরকম মন্দ একটা কাজ করল? কারণ তারা যোষেফকে হিংসা করত।

তাদের বাবা যাকোব যোষেফকে খুবই ভালোবাসতেন। তার ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি তার জন্য একটা সুন্দর লম্বা জামা তৈরি করিয়েছিলেন। তার দশ ভাই যখন দেখেছিল যে, যাকোব যোষেফকে এত ভালোবাসেন, তখন তারা যোষেফকে হিংসা ও ঘৃণা করতে শুরু করে। কিন্তু, তাকে ঘৃণা করার পিছনে তাদের আরেকটা কারণ ছিল।

যোষেফ দুটো স্বপ্ন দেখেছিলেন। যোষেফের দুটো স্বপ্নেই তার ভাইয়েরা তার সামনে প্রণিপাত করেছিল। যোষেফ যখন তার ভাইদেরকে এই স্বপ্নগুলো সম্বন্ধে বলেছিলেন, তখন তাদের ঘৃণা আরও বেড়ে যায়।

এরপর একদিন যোষেফের বড়ো ভাইয়েরা যখন তাদের বাবার মেষপালের দেখাশোনা করছিল, তখন যাকোব যোষেফকে তার ভাইদের খোঁজখবর নিয়ে আসতে বলেন। যোষেফের ভাইয়েরা যখন তাকে আসতে দেখে, তখন তাদের মধ্যে কেউ কেউ বলে: ‘চলো, আমরা তাকে মেরে ফেলি!’ কিন্তু, সবচেয়ে বড়ো ভাই রূবেণ বলেন: ‘না, তোমরা এই কাজ কোরো না!’ এর পরিবর্তে, তারা যোষেফকে ধরে একটা শুকিয়ে যাওয়া জলের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। তারপর, তারা এই সিদ্ধান্ত নিতে বসেছিল যে, তারা তাকে নিয়ে কী করবে।

সেই সময়ে কয়েক জন ইশ্মায়েলীয় সেখানে এসেছিল। যিহূদা তখন তার সৎভাইদের বলেন: ‘চলো, আমরা তাকে ইশ্মায়েলীয়দের কাছে বিক্রি করে দিই।’ আর তারা সেটাই করেছিল। তারা যোষেফকে কুড়িটা রৌপ্যমুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। সেটা কতই-না ঘৃণ্য ও নিষ্ঠুর এক কাজ ছিল!

তার ভাইয়েরা তাদের বাবাকে কী বলবে? তারা একটা ছাগল মেরে সেটার রক্তের মধ্যে যোষেফের সুন্দর জামাটা বার বার ডুবিয়ে নিয়েছিল। তারপর, তারা সেই জামাটা নিয়ে বাড়িতে গিয়ে তাদের বাবা যাকোবকে বলল: ‘আমরা এটা খুঁজে পেয়েছি। ভালো করে দেখো তো, এটা যোষেফেরই জামা কি না।’

যাকোব দেখেন যে, সেটা যোষেফেরই। ‘নিশ্চয়ই কোনো হিংস্র পশু যোষেফকে মেরে ফেলেছে,’ তিনি জোরে জোরে কেঁদে উঠে বলেন। আর যোষেফের ভাইয়েরা চেয়েছিল যেন তাদের বাবা ঠিক এটাই চিন্তা করে। যাকোব প্রচণ্ড দুঃখ পান। তিনি অনেক দিন ধরে কান্নাকাটি করেন। কিন্তু যোষেফ তো মারা যাননি। চলো দেখি, যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার কী হয়।

আদিপুস্তক ৩৭:১-৩৫.