সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২২

যোষেফকে কারাগারে আটক করে রাখা হয়

যোষেফকে কারাগারে আটক করে রাখা হয়

যোষেফকে যখন মিশরে নিয়ে যাওয়া হয়, তখন তার বয়স মাত্র সতেরো বছর। সেখানে তাকে পোটীফর নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পোটীফর মিশরের রাজার জন্য কাজ করতেন, যাকে ফরৌণ বলা হয়।

যোষেফ তার প্রভু পোটীফরের জন্য কঠোর পরিশ্রম করতেন। তাই, যোষেফ যখন আরও বড়ো হন, তখন পোটীফর তাকে নিজের পুরো বাড়ি দেখাশোনা করার জন্য দায়িত্ব দেন। তাহলে, কেন যোষেফ এই কারাগারে রয়েছেন? এর কারণ হল পোটীফরের স্ত্রী।

যোষেফ বড়ো হয়ে দেখতে খুবই সুর্দশন হন আর তাই পোটীফরের স্ত্রী তার সঙ্গে শয়ন করতে চান। কিন্তু, যোষেফ জানেন সেটা অন্যায় এবং তিনি কখনোই তা করবেন না। এতে পোটীফরের স্ত্রী খুবই রেগে যান। তাই, তার স্বামী যখন ঘরে ফিরে আসে, তখন তিনি তার কাছে মিথ্যা করে বলেন: ‘ওই দুষ্ট যোষেফ আমার সঙ্গে শয়ন করার চেষ্টা করেছিল!’ পোটীফর তার স্ত্রীর কথা বিশ্বাস করেন এবং তিনি যোষেফের ওপর খুবই রেগে যান। তাই, তিনি যোষেফকে কারাগারে দেন।

খুব শীঘ্র কারারক্ষক বুঝতে পারেন যে, যোষেফ একজন ভালো লোক। তাই, তিনি তাকে বাকি সমস্ত বন্দিকে দেখাশোনা করার দায়িত্ব দেন। পরে একসময়, ফরৌণ তার পানপাত্রবাহক ও তার রুটিপ্রস্তুতকারীর ওপর ক্রুদ্ধ হন এবং তাদের দু-জনকে কারাগারে আটক করে রাখেন। একদিন, তারা দু-জনেই একটা করে বিশেষ স্বপ্ন দেখে, কিন্তু তারা তাদের স্বপ্নের অর্থ বুঝতে পারে না। পরের দিন যোষেফ তাদেরকে বলেন: ‘আমাকে আপনাদের স্বপ্নের বৃত্তান্ত বলুন।’ আর তারা যখন সেটা বলে, তখন যোষেফ ঈশ্বরের সাহায্যে তাদের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেন।

যোষেফ পানপাত্রবাহককে বলেন: ‘তিন দিন পর আপনাকে কারাগার থেকে মুক্ত করা হবে আর আপনি আবারও ফরৌণের পানপাত্রবাহক হিসেবে কাজ করবেন।’ তাই, যোষেফ আরও বলেন: ‘আপনি যখন মুক্ত হবেন, তখন ফরৌণকে আমার সম্বন্ধে বলবেন এবং আমাকে এই জায়গা থেকে মুক্ত হতে সাহায্য করবেন।’ কিন্তু, যোষেফ রুটিপ্রস্তুতকারীকে বলেন: ‘তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মস্তক ছিন্ন করবেন।’

যোষেফ যেমনটা বলেছিলেন, তিন দিনের মধ্যে ঠিক তা-ই ঘটে। ফরৌণ সেই রুটিপ্রস্তুতকারীর মস্তক ছিন্ন করান। কিন্তু, পানপাত্রবাহককে কারাগার থেকে মুক্ত করা হয় এবং তিনি আবারও রাজার সেবা করতে শুরু করেন। তবে, পানপাত্রবাহক যোষেফের কথা একেবারেই ভুলে যান! তিনি ফরৌণের কাছে যোষেফ সম্বন্ধে কিছুই বলেন না আর তাই যোষেফকে কারাগারেই থাকতে হয়।

আদিপুস্তক ৩৯:১-২৩; ৪০:১-২৩.