সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২৩

ফরৌণের স্বপ্নগুলো

ফরৌণের স্বপ্নগুলো

দুই বছর কেটে গিয়েছে আর যোষেফ তখনও কারাগারে রয়েছেন। পানপাত্রবাহক তার কথা মনে রাখেননি। তারপর, এক রাতে ফরৌণ দুটো বিশেষ স্বপ্ন দেখেন আর তিনি সেগুলোর অর্থ নিয়ে ভাবতে থাকেন। তুমি কি এখানে তাকে ঘুমাতে দেখতে পাচ্ছ? পরদিন সকালে ফরৌণ তার সমস্ত জ্ঞানীগুণী লোককে ডাকেন এবং তাদেরকে তার স্বপ্ন সম্বন্ধে বলেন। কিন্তু, তারা তাকে তার স্বপ্নের অর্থ বলতে পারে না।

অবশেষে সেই পানপাত্রবাহকের যোষেফের কথা মনে পড়ে। তিনি ফরৌণকে বলেন: ‘আমি যখন কারাগারে ছিলাম, তখন সেখানে এমন একজন লোক ছিল, যে স্বপ্নের অর্থ বলতে পারত।’ ফরৌণ তক্ষুনি যোষেফকে কারাগার থেকে বের করে আনান।

ফরৌণ যোষেফকে তার স্বপ্ন সম্বন্ধে বলেন: ‘আমি সাতটা হৃষ্টপুষ্ট, সুন্দর গাভী দেখেছি। এরপর, আমি সাতটা রোগা, হাড্ডিসার গাভী দেখেছি। আর সেই রোগা গাভীরা হৃষ্টপুষ্ট গাভীগুলোকে খেয়ে ফেলল।

‘আমার দ্বিতীয় স্বপ্নে, আমি একটা বোঁটায় সাতটা বড়ো, পাকা শিষ দেখেছি। এরপর, আমি সাতটা ছোটো, শুকিয়ে যাওয়া শিষ দেখেছি। আর সেই ছোটো শিষগুলো সাতটা বড়ো শিষকে খেয়ে ফেলতে শুরু করে।’

যোষেফ ফরৌণকে বলেন: ‘দুটো স্বপ্নের অর্থ একই। সাতটা হৃষ্টপুষ্ট গাভী ও সাতটা বড়ো শীষ মানে সাত বছর এবং সাতটা রোগা গাভী ও সাতটা শুকিয়ে যাওয়া শিষ মানেও সাত বছর। মিশরে সাত বছর ধরে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য উৎপন্ন হবে। এরপর, সাত বছর খুবই অল্প পরিমাণে খাদ্যদ্রব্য উৎপন্ন হবে।’

তাই, যোষেফ ফরৌণকে বলেন: ‘একজন বুদ্ধিমান লোক বেছে নিয়ে যে-সাত বছরে প্রচুর খাদ্যদ্রব্য উৎপন্ন হবে, সেই সময়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য তাকে নিযুক্ত করুন। তাহলে, যে-সাত বছরে খুবই অল্প খাদ্যদ্রব্য উৎপন্ন হবে, তখন লোকেরা ক্ষুধায় মারা যাবে না।’

এই বুদ্ধিটা ফরৌণের পছন্দ হয়। আর তিনি খাদ্য সংগ্রহ ও সেগুলো মজুত করার জন্য যোষেফকেই বেছে নেন। মিশরে ফরৌণের পরে, যোষেফই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।

এই ঘটনার আট বছর পর, দুর্ভিক্ষের সময়ে যোষেফ কয়েক জন লোককে আসতে দেখেন। তুমি কি জান, তারা কে? তারা যোষেফেরই বড়ো দশ ভাই! তাদের বাবা যাকোব তাদেরকে মিশরে পাঠিয়েছেন কারণ তাদের দেশ কনানে খাদ্যের অভাব দেখা যাচ্ছিল। যোষেফ যদিও তার ভাইদের চিনতে পারেন, কিন্তু তারা তাকে চিনতে পারে না। তুমি কি জান, কেন? কারণ যোষেফ এখন বড়ো হয়ে গিয়েছেন এবং তিনি ভিন্ন ধরনের পোশাক-আশাক পরে আছেন।

যোষেফের মনে পড়ে যায়, তিনি যখন ছোটো বালক ছিলেন, তখন স্বপ্ন দেখেছিলেন যে, তার ভাইয়েরা তার সামনে প্রণিপাত করছে। মনে আছে, তুমি এই বিষয়ে পড়েছিলে? তাই, যোষেফ বুঝতে পারেন যে, ঈশ্বরই তাকে মিশরে পাঠিয়েছেন আর তা এক উত্তম কারণেই। যোষেফ তখন কী করেন বলে তোমার মনে হয়? চলো দেখি।

আদিপুস্তক ৪১:১-৫৭; ৪২:১-৮; ৫০:২০.