সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২৬

ইয়োব ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন

ইয়োব ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন

তুমি কি এই অসুস্থ ব্যক্তিকে দেখে কষ্ট পাচ্ছ? তার নাম ইয়োব আর এই মহিলাটি তার স্ত্রী। তুমি কি জান, তিনি ইয়োবকে কী বলছেন? ‘ঈশ্বরকে দোষারোপ করে মরে যাও।’ এসো আমরা দেখি যে, কেন তিনি এইরকম একটা কথা বললেন আর কেন ইয়োব এত কষ্টভোগ করছেন।

ইয়োব হলেন একজন বিশ্বস্ত ব্যক্তি, যিনি যিহোবার বাধ্য ছিলেন। তিনি ঊষ দেশে বসবাস করতেন, যে-দেশটা কনান থেকে খুব বেশি দূরে নয়। যিহোবা ইয়োবকে খুব ভালোবাসতেন, কিন্তু এমন একজন ছিল, যে তাকে ঘৃণা করত। তুমি কি জান, সে কে?

সে হল শয়তান দিয়াবল। মনে আছে, শয়তান হল সেই মন্দদূত, যে যিহোবাকে ঘৃণা করে। সে আদম ও হবাকে যিহোবার অবাধ্য হওয়ার জন্য প্ররোচিত করতে পেরেছিল এবং মনে করেছিল যে, অন্য সকলকেও সে যিহোবার অবাধ্য হওয়ার জন্য প্ররোচিত করতে পারবে। কিন্তু, সে কি তা করতে পেরেছিল? না। আমরা যে-সমস্ত বিশ্বস্ত পুরুষ ও নারীর বিষয়ে শিখেছি, তাদের কথা একটু মনে করে দেখো তো! তুমি কত জনের নাম বলতে পারবে?

যাকোব ও যোষেফ মিশরে মারা যাওয়ার পর, পুরো পৃথিবীতে ইয়োবই যিহোবার প্রতি সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। যিহোবা চেয়েছিলেন যেন শয়তান এটা জানতে পারে যে, সে সবাইকে মন্দ ব্যক্তিতে পরিণত করতে পারবে না আর তাই তিনি তাকে বলেছিলেন: ‘ইয়োবকে দেখো। দেখো, সে আমার প্রতি কত বিশ্বস্ত।’

শয়তান যুক্তি দেখিয়েছিল, ‘সে বিশ্বস্ত কারণ তুমি তাকে আশীর্বাদ করেছ এবং তাকে উত্তম উত্তম বিষয় দিয়েছ। কিন্তু, তুমি যদি সেগুলো নিয়ে নাও, তাহলে সে তোমাকে দোষারোপ করবে।’

তাই, যিহোবা বলেন: ‘যাও। সেগুলো নিয়ে নাও। তুমি ইয়োবের যা যা ক্ষতি করতে চাও, সমস্তই করো। আমরা দেখব যে, সে আমাকে দোষারোপ করে কি না। শুধু এই বিষয়টা মনে রাখো যে, তুমি তাকে মেরে ফেলতে পারবে না।’

প্রথমে, শয়তান লোকেদের দিয়ে ইয়োবের সমস্ত গরু ও উট চুরি করিয়েছিল এবং তার মেষদের মেরে ফেলেছিল। এরপর, সে একটা ঝড়ের মাধ্যমে তার দশ জন ছেলে ও মেয়েকে মেরে ফেলেছিল। তারপর, শয়তান ইয়োবকে এক মারাত্মক রোগের দ্বারা আঘাত করেছিল। ইয়োব অনেক কষ্টভোগ করেছিলেন। এই কারণেই ইয়োবের স্ত্রী তাকে বলেছিল: ‘ঈশ্বরকে দোষারোপ করে মরে যাও।’ কিন্তু, ইয়োব তা করবেন না। এ ছাড়া, তার তিন জন মিথ্যা বন্ধু এসে তাকে বলেছিল যে, তিনি মন্দ জীবনযাপন করেছেন। কিন্তু, ইয়োব বিশ্বস্ত থেকেছিলেন।

এই বিষয়টা যিহোবাকে খুবই আনন্দিত করেছিল আর এরপর তিনি ইয়োবকে আশীর্বাদ করেছিলেন, যেমনটা তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ। যিহোবা তাকে সুস্থ করেছিলেন। ইয়োবের আরও সুন্দর দশটি ছেলে-মেয়ে হয়েছিল এবং তার গরু, মেষ ও উট আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল।

তুমি কি ইয়োবের মতো সবসময় যিহোবার প্রতি বিশ্বস্ত থাকবে? যদি বিশ্বস্ত থাকো, তাহলে ঈশ্বর তোমাকেও আশীর্বাদ করবেন। তুমি সেই সময়ে চিরকাল বেঁচে থাকতে পারবে, যখন পুরো পৃথিবী এদন বাগানের মতো সুন্দর হয়ে উঠবে।