সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৩

মিশর হতে উদ্ধার থেকে ইস্রায়েলের প্রথম রাজা পর্যন্ত

মিশর হতে উদ্ধার থেকে ইস্রায়েলের প্রথম রাজা পর্যন্ত

মোশি ইস্রায়েলীয়দেরকে মিশরের বন্দিত্ব থেকে বের করে সীনয় পর্বতে নিয়ে গিয়েছিলেন, যেখানে ঈশ্বর তাদেরকে তাঁর নিয়মগুলো দিয়েছিলেন। পরে, মোশি বারো জন ব্যক্তিকে কনান দেশ নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু, তাদের মধ্যে দশ জন পুরুষ খারাপ সংবাদ নিয়ে ফিরে এসেছিল। তারা লোকেদেরকে মিশরে ফিরে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল। ইস্রায়েলীয়রা বিশ্বাসের অভাব দেখিয়েছিল আর এই কারণে ঈশ্বরের কাছ থেকে শাস্তি হিসেবে তাদের চল্লিশ বছর ধরে প্রান্তরে ঘুরে বেড়াতে হয়।

অবশেষে, ইস্রায়েলীয়দেরকে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোশূয়কে মনোনীত করা হয়েছিল। তাদেরকে সেই দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোবা বিভিন্ন অলৌকিক কাজ করেছিলেন। তিনি যর্দন নদীর প্রবাহ থামিয়ে দিয়েছিলেন, যিরীহোর প্রাচীরকে ভেঙে পড়তে দিয়েছিলেন এবং পুরো এক দিন সূর্যকে স্থির রেখেছিলেন। ছয় বছর পর, কনানীয়দের কাছ থেকে সেই দেশের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল।

যিহোশূয়ের সময় থেকে শুরু করে তিন-শো ছাপ্পান্ন বছর ধরে বিচারকর্তারা ইস্রায়েলকে শাসন করেছিল। আমরা তাদের মধ্য থেকে বারক, গিদিয়োন, যিপ্তহ, শিম্‌শোন ও শমূয়েল-সহ অনেকের বিষয়ে শিখব। এ ছাড়া, আমরা এই নারীদের সম্বন্ধেও পড়ব যেমন, রাহব, দবোরা, যায়েল, রূৎ, নয়মী ও দলীলা। সব মিলিয়ে, তৃতীয় খণ্ডে তিন-শো ছিয়ানব্বই বছরের ইতিহাস রয়েছে।

 

এই বিভাগে

STORY 34

এক নতুন ধরনের খাদ্য

This special food from God falls from the sky.

STORY 35

যিহোবা তাঁর নিয়মগুলো দেন

What two laws are greater than the Ten Commandments?

STORY 36

সোনার বাছুর

Why would people worship a statue made from melted-down earrings?

STORY 37

উপাসনার জন্য একটা তাঁবু

Its innermost room held the ark of the covenant.

STORY 38

বারো জন গুপ্তচর

Ten of the spies say one thing, but two of them say another. Who do the Israelites believe?

STORY 39

হারোণের লাঠিতে ফুল ফোটে

How could a piece of dead wood produce flowers and ripe fruit overnight?

STORY 40

মোশি পাথরে আঘাত করেন

Moses got results, but he also made Jehovah angry.

STORY 41

তামার সাপ

Why would God send poisonous snakes to bite the Israelites?

STORY 42

একটা গর্দভ কথা বলে ওঠে

The donkey sees something that Balaam cannot.

STORY 43

যিহোশূয় নেতা হন

Moses is still strong, so why is he replaced by Joshua?

STORY 44

রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

How does Rahab help the two men, and what favor does she ask?

STORY 45

যর্দন নদী পার হওয়া

A miracle happens when the priests step into the water.

STORY 46

যিরীহোর প্রাচীর

How could a cord keep a wall from falling down?

STORY 47

ইস্রায়েলে এক চোর

Can one bad man bring trouble on a whole nation?

STORY 48

বুদ্ধিমান গিবিয়োনীয়রা

They trick Joshua and the Israelites into making a promise, but the Israelites keep their promise.

STORY 49

সূর্য স্থির হয়ে থাকে

Jehovah did something for Joshua that he never did before and has not done since.

STORY 50

সাহসী দুই নারী

Barak leads Israel’s army into battle, so why does Jael get the glory?

STORY 51

রূৎ ও নয়মী

Ruth leaves her home to stay with Naomi and serve Jehovah.

STORY 52

গিদিয়োন ও তার তিন-শো জন লোক

God picked the members for this small army using an unusual drinking test.

STORY 53

যিপ্তহের প্রতিজ্ঞা

His promise to Jehovah affected not just him, but his daughter as well.

STORY 54

সবচেয়ে শক্তিশালী পুরুষ

How did Delilah learn the secret of Samson’s strength?

STORY 55

একটি ছোটো বালক ঈশ্বরের সেবা করে

God uses young Samuel to deliver a stinging message to High Priest Eli.