সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৪৩

যিহোশূয় নেতা হন

যিহোশূয় নেতা হন

মোশি ইস্রায়েলীয়দের সঙ্গে কনান দেশে যেতে চান। তাই, তিনি অনুরোধ করেন: ‘যিহোবা, আমাকে যর্দন নদী পার হয়ে গিয়ে ওই উত্তম দেশটা দেখতে দাও।’ কিন্তু যিহোবা বলেন: ‘যথেষ্ট হয়েছে! এই বিষয়ে আর কোনো কথা বলো না!’ তুমি কি জান, কেন যিহোবা এমনটা বলেছিলেন?

এর কারণ হল মোশি পাথরে আঘাত করার সময় যা করেছিলেন, সেই ঘটনাটা। মনে করে দেখো, তিনি ও হারোণ যিহোবাকে সম্মান দেখাননি। তারা লোকেদের বলেনি যে, যিহোবা পাথর থেকে জল বের করতে যাচ্ছেন। এই কারণে যিহোবা বলেছিলেন, তিনি তাদেরকে কনান দেশে যেতে দেবেন না।

তাই, হারোণ মারা যাওয়ার কয়েক মাস পর, যিহোবা মোশিকে বলেন: ‘যিহোশূয়কে নিয়ে ইলীয়াসর যাজক ও লোকেদের সামনে দাঁড় করাও। আর তাদের সকলের সামনে বলো যে, যিহোশূয় হলেন নতুন নেতা।’ যিহোবা যা বলেন, মোশি ঠিক তা-ই করেন, যেমনটা তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ।

এরপর, যিহোবা যিহোশূয়কে বলেন: ‘বলবান হও আর ভয় পেও না। তুমি ইস্রায়েলকে সেই কনান দেশে নিয়ে যাবে, যে-দেশের বিষয়ে আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছি আর আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব।’

পরে যিহোবা মোশিকে মোয়াব দেশের নবো পর্বতের চূড়ায় উঠতে বলেন। সেখান থেকে মোশি যর্দন নদীর ওপারে তাকান এবং সুন্দর কনান দেশটা দেখতে পান। তখন যিহোবা বলেন: ‘এটাই হচ্ছে সেই দেশ, যে-দেশটা আমি অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সন্তানদের দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম। আমি তোমাকে সেটা দেখতে দিয়েছি, কিন্তু আমি তোমাকে সেখানে প্রবেশ করতে দেব না।’

ওই নবো পর্বতের চূড়ায় মোশি মারা যান। তার বয়স হয়েছিল এক-শো কুড়ি বছর। তিনি তখনও সবল ছিলেন এবং তার দৃষ্টিশক্তি ভালো ছিল। মোশি মারা গিয়েছেন বলে লোকেরা অনেক দুঃখিত হয় ও কান্নাকাটি করে। কিন্তু, যিহোশূয়কে তাদের নতুন নেতা হিসেবে পেয়ে তারা আনন্দিতও হয়।