সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৫৪

সবচেয়ে শক্তিশালী পুরুষ

সবচেয়ে শক্তিশালী পুরুষ

তুমি কি জান, পৃথিবীতে সর্বকালের সবচেয়ে শক্তিশালী পুরুষের নাম কী? তিনি হলেন শিম্‌শোন নামে একজন বিচারকর্তা। স্বয়ং যিহোবা শিম্‌শোনকে শক্তি দিয়েছিলেন। এমনকী শিম্‌শোনের জন্মের আগেই, যিহোবা তার মাকে বলেছিলেন: ‘খুব শীঘ্র তোমার একটি ছেলে হবে। সে পলেষ্টীয়দের হাত থেকে ইস্রায়েলকে রক্ষা করায় নেতৃত্ব দেবে।’

পলেষ্টীয়রা হল দুষ্ট লোক, যারা কনানে বসবাস করে। তাদের অনেক যোদ্ধা রয়েছে আর তারা আসলেই ইস্রায়েলীয়দের অনেক কষ্ট দিয়ে থাকে। একবার, শিম্‌শোন যখন পলেষ্টীয়রা যেখানে বসবাস করে সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা বড়ো সিংহ গর্জন করতে করতে তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু, শিম্‌শোন খালি হাতেই সেই সিংহটাকে মেরে ফেলেন। এ ছাড়া, তিনি শত শত দুষ্ট পলেষ্টীয়কেও মেরে ফেলেন।

পরে, শিম্‌শোন দলীলা নামে একটি মেয়ের প্রেমে পড়ে যান। পলেষ্টীয় নেতারা প্রতিজ্ঞা করে যে, তাদের প্রত্যেকে দলীলাকে এক হাজার এক-শো করে রুপোর মুদ্রা দেবে, যদি তিনি তাদেরকে বলতে পারেন শিম্‌শোন কোথা থেকে এত শক্তি পায়। দলীলা সেই টাকাটা পেতে চান। দলীলা শিম্‌শোনের কিংবা ঈশ্বরের লোকেদের সত্যিকারের বন্ধু নয়। তাই, তিনি শিম্‌শোনকে বার বার জিজ্ঞেস করেন যে, তিনি কোথা থেকে এত শক্তি পান।

অবশেষে, দলীলা শিম্‌শোনকে তার শক্তির রহস্য বলতে বাধ্য করেন। ‘আমার মাথার চুল কখনো কাটা হয়নি,’ শিম্‌শোন বলেন। ‘আমার জন্ম থেকেই ঈশ্বর আমাকে তাঁর একজন বিশেষ দাস অর্থাৎ একজন নাসরীয় হিসেবে বেছে নিয়েছেন। আমার চুল যদি কেটে ফেলা হয়, তাহলে আমি শক্তি হারিয়ে ফেলব।’

দলীলা যখন এই বিষয়টা জানতে পারেন, তখন তিনি শিম্‌শোনকে তার কোলের ওপর ঘুম পাড়িয়ে দেন। তারপর, তিনি একজন লোককে ডেকে শিম্‌শোনের চুল কাটিয়ে দেন। শিম্‌শোন যতক্ষণে জেগে ওঠেন, ততক্ষণে তিনি তার শক্তি হারিয়ে ফেলেছেন। তখন পলেষ্টীয়রা এসে তাকে বন্দি করে। তারা তার চোখ দুটো উপড়ে ফেলে এবং তাকে তাদের দাস করে রাখে।

একদিন, পলেষ্টীয়রা তাদের দেবতা দাগোনের উদ্দেশে বিরাট উৎসব করে আর তারা শিম্‌শোনকে নিয়ে ঠাট্টাতামাশা করার জন্য তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসে। ইতিমধ্যে, শিম্‌শোনের চুল আবার বেড়ে উঠেছে। যে-ছেলেটি শিম্‌শোনকে নিয়ে যাচ্ছিল, তাকে তিনি বলেন: ‘এই দালানটা যে-থামগুলোর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আমাকে সেগুলো স্পর্শ করতে দাও।’ তারপর, শিম্‌শোন যিহোবার কাছে শক্তি চেয়ে প্রার্থনা করেন আর সেই থামগুলো ধরেন। তিনি চিৎকার করে বলেন: ‘পলেষ্টীয়দের সঙ্গে আমারও মৃত্যু হোক।’ সেই উৎসবে তিন হাজার পলেষ্টীয় ছিল আর শিম্‌শোন যখন সামনের দিকে ঝুঁকে সেই থামগুলোতে চাপ দেন, তখন সেগুলো ভেঙে নীচে পড়ে যায় আর সেইসমস্ত দুষ্ট লোক মারা যায়।