সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৭১

ঈশ্বর এক পরমদেশের প্রতিজ্ঞা করেন

ঈশ্বর এক পরমদেশের প্রতিজ্ঞা করেন

এটা হল সেই পরমদেশের এক ছবি, যেমনটা হয়তো ঈশ্বর তাঁর ভাববাদী যিশাইয়কে দেখিয়েছিলেন। যোনার পর পরই যিশাইয় ভাববাদী বেঁচে ছিলেন।

পরমদেশ মানে হল, “বাগান” অথবা “উদ্যান।” এটা কি তোমাকে এমন কোনো ছবির বিষয়ে মনে করিয়ে দেয়, যা তুমি এই বইয়ে ইতিমধ্যেই দেখেছ? এটা দেখতে অনেকটা সেই অপূর্ব বাগানের মতো, যা যিহোবা আদম ও হবার জন্য তৈরি করেছিলেন, তাই না? কিন্তু, পুরো পৃথিবী কি কখনো এক পরমদেশে পরিণত হবে?

যিহোবা তাঁর ভাববাদী যিশাইয়কে ঈশ্বরের লোকেদের জন্য যে-নতুন পরমদেশ আসতে যাচ্ছে, সেই সম্বন্ধে লিখতে বলেন। তিনি বলেন: ‘নেকড়ে এবং মেষ একসঙ্গে শান্তিতে থাকবে। বাছুর এবং সিংহশাবক একসঙ্গে খাবার খাবে আর ছোটো ছেলে তাদের যত্ন নেবে। এমনকী ছোটো শিশু বিষাক্ত সাপের কাছে খেলা করলেও তার কোনো ক্ষতি হবে না।’

অনেকে হয়তো বলবে, ‘এটা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে সবসময়ই সমস্যা আছে আর ভবিষ্যতেও থাকবে।’ কিন্তু, এই বিষয়টা চিন্তা করে দেখো: ঈশ্বর আদম ও হবাকে কেমন বাড়ি দিয়েছিলেন?

ঈশ্বর আদম ও হবাকে পরমদেশে রেখেছিলেন। তবে, ঈশ্বরের অবাধ্য হওয়ার কারণেই তারা তাদের সুন্দর বাড়ি হারিয়েছিল, বৃদ্ধ হয়েছিল আর অবশেষে মারা গিয়েছিল। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, যারা তাকে ভালোবাসবে, তাদেরকে তিনি সেইসমস্ত বিষয় দেবেন, যা আদম ও হবা হারিয়েছিল।

যে-পরমদেশ আসতে যাচ্ছে, সেখানে এমন কোনো কিছুই থাকবে না, যা দুঃখ দেবে কিংবা কিছু নষ্ট করবে। সেখানে সত্যিকারের শান্তি থাকবে। সমস্ত মানুষ স্বাস্থ্যবান ও সুখী থাকবে। এটা ঠিক সেইরকমই হবে, যেমনটা একেবারে শুরুতে ঈশ্বর চেয়েছিলেন। কিন্তু, কীভাবে ঈশ্বর তা নিয়ে আসবেন, সেই সম্বন্ধে আমরা পরে শিখব।

যিশাইয় ১১:৬-৯; প্রকাশিত বাক্য ২১:৩, ৪.