সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৮৬

একটা তারা লোকেদের পথ দেখায়

একটা তারা লোকেদের পথ দেখায়

তুমি কি ওই উজ্জ্বল তারাটা দেখতে পাচ্ছ, যেটাকে এই লোকেদের মধ্যে একজন দেখাচ্ছে? এই লোকেরা যখন যিরূশালেম ত্যাগ করেছিল, তখন তারাটা দেখা গিয়েছিল। এই লোকেরা পূর্বদেশের আর এইসমস্ত গ্রহ-তারা নিয়েই এই লোকেরা গবেষণা করে থাকে। তারা মনে করে যে, নতুন তারাটা তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।

সেই লোকেরা যিরূশালেমে পৌঁছে জিজ্ঞেস করে: ‘সেই শিশুটি কোথায়, যিনি যিহুদিদের রাজা হবেন?’ “যিহুদি” হচ্ছে ইস্রায়েলীয়দেরই আরেকটা নাম। ‘আমরা যখন পূর্বদেশে ছিলাম, তখনই আমরা প্রথম ওই শিশুটির তারা দেখেছিলাম,’ সেই লোকেরা বলেছিল, ‘আর আমরা তাঁকে প্রণাম করতে এসেছি।’

যিরূশালেমের রাজা হেরোদ যখন এই বিষয়টা শুনেছিলেন, তখন তিনি অস্থির হয়ে পড়েছিলেন। তিনি চাননি যে, তার জায়গায় আরেকজন রাজা আসুক। তাই, হেরোদ প্রধান যাজকদের ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেছিলেন: ‘প্রতিজ্ঞাত রাজা কোথায় জন্মগ্রহণ করবেন?’ তারা উত্তর দিয়েছিল: ‘বাইবেল বলে, বৈৎলেহমে।’

তাই, হেরোদ পূর্বদেশের লোকদের ডেকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন: ‘তোমরা গিয়ে সেই শিশুকে খুঁজে বের করো। আর তোমরা যখন তাঁকে খুঁজে পাবে, তখন আমাকেও তা জানিও। আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে চাই।’ কিন্তু, হেরোদ আসলে সেই শিশুকে মেরে ফেলার জন্য খুঁজে বের করতে চেয়েছিলেন!

তারপর, সেই তারাটা ওই লোকেদের আগে আগে বৈৎলেহমের দিকে যেতে থাকে আর সেটা সেই জায়গার ওপরে গিয়ে থামে, যেখানে শিশুটি রয়েছে। লোকেরা যখন ঘরের ভিতরে যায়, তখন তারা মরিয়ম ও ছোটো যিশুকে দেখতে পায়। তারা বিভিন্ন উপহার বের করে যিশুকে দেয়। কিন্তু, পরে যিহোবা এই লোকেদেরকে একটা স্বপ্নের মাধ্যমে হেরোদের কাছে ফিরে না যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেন। তাই, তারা আরেকটা পথ দিয়ে নিজেদের দেশে ফিরে যায়।

হেরোদ যখন জানতে পারেন যে, পূর্বদেশের সেই লোকেরা নিজেদের দেশের উদ্দেশে চলে গিয়েছে, তখন তিনি প্রচণ্ড রেগে যান। তাই, তিনি বৈৎলেহমের দু-বছর ও তার চেয়ে কমবয়সি সমস্ত ছেলেকে মেরে ফেলার আদেশ দেন। কিন্তু, যিহোবা স্বপ্নের মাধ্যমে যোষেফকে আগেই সতর্ক করে দেন আর তাই যোষেফ তার পরিবার নিয়ে মিশরে চলে যান। পরে, যোষেফ যখন জানতে পারেন যে, হেরোদ মারা গিয়েছেন, তখন তিনি মরিয়ম ও যিশুকে নিয়ে নাসরতে নিজের বাড়িতে ফিরে আসেন। এখানেই যিশু বড়ো হন।

তোমার কী মনে হয়, কে সেই নতুন তারাটাকে উজ্জ্বল করে রেখেছিল? মনে করে দেখো, ওই লোকেরা তারা দেখার পর, প্রথমে যিরূশালেমে গিয়েছিল। শয়তান দিয়াবল ঈশ্বরের পুত্রকে মেরে ফেলতে চেয়েছিল আর সে জানত যে, যিরূশালেমের রাজা হেরোদ তাঁকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই, নিশ্চয়ই শয়তানই হল সেই ব্যক্তি, যে তারাটাকে উজ্জ্বল করে রেখেছিল।

মথি ২:১-২৩; মীখা ৫:২.