সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৮৮

যোহন যিশুকে বাপ্তাইজিত করেন

যোহন যিশুকে বাপ্তাইজিত করেন

এই ব্যক্তিকে দেখো, যাঁর মাথার ওপর পায়রা নেমে আসছে। এই ব্যক্তিই যিশু। তাঁর বয়স এখন প্রায় ত্রিশ বছর। আর তাঁর সঙ্গে থাকা লোকটি হলেন যোহন। আমরা তাঁর সম্বন্ধে ইতিমধ্যেই কিছুটা জেনেছি। তোমার কি মনে আছে, মরিয়ম যখন তার আত্মীয় ইলীশাবেতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন ইলীশাবেতের পেটের মধ্যে বাচ্চাটি আনন্দে লাফিয়ে উঠেছিল? সেই অজাত শিশুটি ছিলেন যোহন। কিন্তু, যোহন ও যিশু এখন কী করছেন?

যোহন সবেমাত্র যিশুকে যর্দন নদীতে নিমজ্জিত করিয়েছেন। এভাবেই একজন ব্যক্তি বাপ্তিস্ম নিয়ে থাকেন। প্রথমে, তাকে জলে নিমজ্জিত করা হয় আর তারপর আবার জল থেকে উঠিয়ে আনা হয়। যোহন যেহেতু লোকেদের এইরকম করে থাকেন, তাই তাকে যোহন বাপ্তাইজক বলা হয়। কিন্তু, কেন যোহন যিশুকে বাপ্তাইজিত করেছেন?

যোহন তা করেছেন, কারণ যিশুই এসে যোহনকে বলেছিলেন যেন তিনি তাঁকে বাপ্তাইজিত করেন। যোহন সেই লোকেদের বাপ্তাইজিত করেন, যারা এটা দেখাতে চায় যে, তারা তাদের করা মন্দ কাজগুলোর জন্য দুঃখিত। কিন্তু, যিশু কি কখনো দুঃখিত হওয়ার মতো কোনো মন্দ কাজ করেছেন? না, যিশু কখনোই তা করেননি কারণ তিনি হলেন ঈশ্বরের পুত্র, যিনি স্বর্গ থেকে এসেছেন। তাই, তিনি একটা ভিন্ন কারণে যোহনকে তাঁকে বাপ্তাইজিত করার জন্য বলেছিলেন। এসো আমরা দেখি সেই কারণটা কী।

এখানে যোহনের কাছে আসার আগে যিশু একজন ছুতোর মিস্ত্রি ছিলেন। একজন ছুতোর মিস্ত্রি হলেন সেই ব্যক্তি, যিনি কাঠ দিয়ে বিভিন্ন জিনিসপত্র যেমন, টেবিল, চেয়ার ও বেঞ্চ তৈরি করেন। মরিয়মের স্বামী যোষেফ একজন ছুতোর মিস্ত্রি ছিলেন আর তিনি যিশুকেও তা হওয়ার জন্য শিক্ষা দিয়েছিলেন। কিন্তু, যিহোবা তাঁর পুত্রকে একজন ছুতোর মিস্ত্রি হওয়ার জন্য পৃথিবীতে পাঠাননি। তিনি তাঁর জন্য একটা বিশেষ কাজ ঠিক করে রেখেছেন আর যিশুর সেই কাজ শুরু করার সময় হয়ে গিয়েছিল। তাই, তিনি যে তাঁর পিতার ইচ্ছা পালন করার জন্যই এসেছেন, তা দেখানোর জন্য যিশু এখন যোহনকে বলেন যেন তিনি তাঁকে বাপ্তাইজিত করেন। ঈশ্বর কি এতে খুশি হয়েছেন?

হ্যাঁ, তিনি খুশি হয়েছেন কারণ যিশু জল থেকে উঠে আসার পর স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা যায়: ‘ইনিই আমার পুত্র, যাঁর প্রতি আমি প্রীত।’ আর এইরকম মনে হয় যেন, স্বর্গ খুলে গিয়েছে আর এই পায়রা যিশুর ওপর নেমে এসেছে। কিন্তু, এটা কোনো সত্যিকারের পায়রা নয়। এটা কেবল দেখতে সেইরকম। এটা আসলে ঈশ্বরের পবিত্র আত্মা।

এখন যিশুকে অনেক বিষয় চিন্তা করতে হবে আর তাই তিনি চল্লিশ দিনের জন্য একটা নির্জন জায়গায় চলে যান। সেখানে তাঁর কাছে শয়তান আসে। শয়তান তিন বার যিশুকে দিয়ে এমন কাজ করানোর চেষ্টা করে, যা ঈশ্বরের আইনবিরুদ্ধ। কিন্তু, যিশু তা করেন না।

এরপর, যিশু ফিরে আসেন এবং তাঁর এমন কয়েক জন ব্যক্তির সঙ্গে দেখা হয়, যারা তাঁর প্রথম অনুসারী বা শিষ্য হয়ে ওঠে। তাদের কয়েক জনের নাম হল আন্দ্রিয়, পিতর (যাকে শিমোন বলা হয়), ফিলিপ ও নথনেল (যাকে বর্থলময়ও ডাকা হয়)। যিশু ও তাঁর এই নতুন শিষ্যেরা গালীলের দিকে যাত্রা করেন। গালীলে তারা নথনেলের নিজের নগর কান্নাতে থামে। সেখানে যিশু একটা বিরাট বিয়ের অনুষ্ঠানে যোগ দেন আর তাঁর প্রথম অলৌকিক কাজটা করেন। তুমি কি জান, সেটা কী? তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন।