সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৯৩

যিশু অনেক লোককে খাবার খাওয়ান

যিশু অনেক লোককে খাবার খাওয়ান

ভয়ংকর কিছু ঘটে গিয়েছে। যোহন বাপ্তাইজককে মেরে ফেলা হয়েছে। রাজার স্ত্রী হেরোদিয়া তাকে পছন্দ করতেন না। আর তিনি রাজাকে বলে যোহনের মাথা কেটে ফেলাতে সক্ষম হয়েছিলেন।

যিশু যখন এই বিষয়ে শোনেন, তখন তিনি অনেক দুঃখিত হয়ে পড়েন। তিনি একা একটা নির্জন জায়গায় চলে যান। কিন্তু, লোকেরা তাঁকে অনুসরণ করে। যিশু যখন জনতাকে দেখতে পান, তখন তিনি তাদের জন্য করুণা বোধ করেন। তাই, তিনি তাদের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলেন এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন।

সেই দিন সন্ধ্যায় তাঁর শিষ্যরা তাঁর কাছে এসে বলে: ‘ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে আর এই জায়গাটাও নির্জন। লোকেদের পাঠিয়ে দিন, যাতে তারা কাছাকাছি গ্রামগুলো থেকে নিজেদের জন্য কিছু খাবার কিনতে পারে।’

‘তাদের যেতে হবে না,’ যিশু উত্তর দেন। ‘তোমরাই তাদের কিছু খেতে দাও।’ ফিলিপের দিকে ঘুরে যিশু জিজ্ঞেস করেন: ‘কোথা থেকে আমরা এইসমস্ত লোকের জন্য যথেষ্ট পরিমাণ খাবার কিনতে পারি?’

‘প্রত্যেককে শুধুমাত্র অল্প পরিমাণ খাবার খাওয়ানোর মতো যথেষ্ট খাবার কিনতে গেলেও অনেক টাকা খরচ হবে,’ ফিলিপ উত্তর দেন। আন্দ্রিয় তখন বলেন: ‘এই যে-ছেলেটি আমাদের খাবার বহন করছে, তার কাছে পাঁচটা রুটি ও দুটো মাছ রয়েছে। কিন্তু, এইসমস্ত লোককে খাওয়ানোর জন্য এগুলো কিছুই নয়।’

‘লোকেদেরকে ঘাসের ওপর বসতে বলো,’ যিশু বলেন। তারপর, তিনি খাবারের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দেন এবং সেই খাবারগুলো টুকরো করতে শুরু করেন। এরপর, শিষ্যরা সমস্ত লোককে সেই রুটি ও মাছ দেয়। সেখানে পাঁচ হাজার পুরুষ ও আরও হাজার হাজার মহিলা এবং শিশু ছিল। তারা সবাই পেট ভরে খাবার খায়। আর শিষ্যরা যখন বেঁচে যাওয়া খাবারদাবার সংগ্রহ করে, তখন বারোটা ঝুড়ি পূর্ণ হয়ে গিয়েছিল।

যিশু এখন তাঁর শিষ্যদেরকে একটা নৌকায় উঠিয়ে দিয়ে গালীল সমুদ্রের ওপারে যেতে বলেন। রাতের বেলা প্রচণ্ড এক ঝড় ওঠে আর ঢেউয়ের আঘাতে নৌকাটা এদিক-সেদিক দুলতে থাকে। শিষ্যরা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর, মধ্যরাতে তারা কাউকে জলের ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। তারা ভয়ে চিৎকার করে ওঠে কারণ তারা বুঝতে পারছে না যে, তারা কী দেখছে।

‘ভয় পেও না, এ তো আমি!’ যিশু বলেন। তারা তবুও বিশ্বাস করতে পারে না। তাই, পিতর বলে ওঠেন: ‘প্রভু, যদি সত্যিই আপনি হয়ে থাকেন, তাহলে আমাকে জলের ওপর দিয়ে হেঁটে আপনার কাছে যেতে আদেশ দিন।’ যিশু উত্তর দেন: ‘এসো!’ আর পিতর নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হাঁটতে থাকেন। তারপর, যদিও তিনি ভয় পেয়ে গিয়ে ডুবে যেতে থাকেন কিন্তু যিশু তাকে রক্ষা করেন।

পরে, যিশু আবারও হাজার হাজার লোককে খাওয়ান। এ-বার তিনি সাতটা রুটি ও অল্প কয়েকটা মাছ দিয়ে তা করেন। আর আবারও সকলের জন্য যথেষ্ট পরিমাণ খাবার থাকে। যিশু যেভাবে লোকেদের যত্ন নিয়েছেন, সেটা কি চমৎকার নয়? তিনি যখন ঈশ্বরের রাজা হিসেবে শাসন করবেন, তখন আমাদের কখনো কোনো বিষয়েই চিন্তিত হতে হবে না!