সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৯৪

তিনি ছোটো শিশুদের ভালোবাসেন

তিনি ছোটো শিশুদের ভালোবাসেন

দেখো, যিশু এখানে ছোটো ছেলেটিকে কেমন হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন। তুমি বলতে পার যে, যিশু সত্যিই ছোটোদের জন্য চিন্তা করেন। যে-লোকেরা দেখছে, তারা হল তাঁর প্রেরিতরা। যিশু তাদের কী বলছেন? চলো দেখি।

যিশু ও তাঁর প্রেরিতরা সবেমাত্র এক দীর্ঘযাত্রা থেকে ফিরে এসেছেন। পথজুড়ে প্রেরিতরা নিজেদের মধ্যে তর্ক করেছে। তাই, যাত্রার শেষে যিশু তাদের জিজ্ঞেস করেন: ‘পথে তোমরা কী নিয়ে তর্ক করছিলে?’ আসলে, যিশু তাদের তর্কের বিষয়টা সম্বন্ধে জানতেন। কিন্তু, প্রেরিতরা তাঁকে বিষয়টা বলে কি না, তা দেখার জন্য তিনি এই প্রশ্ন জিজ্ঞেস করেন।

প্রেরিতরা কোনো উত্তর দেয় না কারণ পথে তারা তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, সেই বিষয়টা নিয়ে তর্ক করছিল। কয়েক জন প্রেরিত অন্যদের চেয়ে আরও গণ্যমান্য ব্যক্তি হতে চেয়েছিল। শ্রেষ্ঠ হতে চাওয়ার বিষয়টা যে সঠিক নয়, সেই বিষয়ে যিশু তাদেরকে কীভাবে বলবেন?

তিনি ছোটো ছেলেটিকে ডেকে নিয়ে তাদের সকলের সামনে দাঁড় করান। এরপর, তিনি তাঁর শিষ্যদের বলেন: ‘আমি তোমাদেরকে এই বিষয়টা নিশ্চিতভাবে জানাতে চাই যে, তোমরা যদি নিজেদেরকে পরিবর্তন করে ছোটো শিশুদের মতো না হয়ে ওঠো, তাহলে তোমরা কখনোই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। রাজ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ হবে, যে নিজেকে এই শিশুর মতো করে তুলবে।’ তুমি কি জান, যিশু কেন এই কথা বলেছেন?

কারণ ছোটো বাচ্চারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার অথবা আরও গণ্যমান্য হওয়ার ব্যাপারে চিন্তিত থাকে না। তাই, প্রেরিতদের এভাবে শিশুদের মতো হওয়ার জন্য শেখা উচিত আর তাদের শ্রেষ্ঠ অথবা গণ্যমান্য হতে চাওয়া উচিত নয়।

এ ছাড়া, অন্যান্য সময়েও যিশু দেখান যে, তিনি ছোটো বাচ্চাদের জন্য কতটা চিন্তা করেন। সেই ঘটনার কয়েক মাস পর, কয়েক জন লোক তাদের বাচ্চাদের যিশুকে দেখানোর জন্য নিয়ে আসে। প্রেরিতরা তাদেরকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু, যিশু তাঁর প্রেরিতদের বলেন: ‘শিশুদেরকে আমার কাছে আসতে দাও, তাদেরকে বাধা দিও না কারণ ঈশ্বরের রাজ্য এইরকম লোকেদেরই।’ তারপর, যিশু শিশুদের দু-হাত দিয়ে জড়িয়ে ধরেন ও তাদের আশীর্বাদ করেন। যিশু যে ছোটো শিশুদের ভালোবাসেন এই বিষয়টা জেনে কি ভালো লাগে না?