সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৯৫

যিশু যেভাবে শিক্ষা দেন

যিশু যেভাবে শিক্ষা দেন

একদিন, যিশু একজন ব্যক্তিকে বলেন যে, নিজের প্রতিবেশীকে তার ভালোবাসা উচিত। সেই ব্যক্তি যিশুকে জিজ্ঞেস করেন: ‘আমার প্রতিবেশী কে?’ যিশু লোকটির চিন্তাভাবনা বুঝতে পারেন। সেই ব্যক্তি মনে করেন যে, শুধুমাত্র তার নিজের জাতির ও ধর্মের লোকেরাই তার প্রতিবেশী। তাই, চলো আমরা দেখি যে, যিশু তাকে কী বলেন।

যিশু মাঝে মাঝে গল্প বলার মাধ্যমে শিক্ষা দেন। এখন তিনি সেটাই করেন। তিনি একজন যিহুদি ও একজন শমরীয় সম্বন্ধে একটা গল্প বলেন। আমরা ইতিমধ্যেই শিখেছি যে, বেশিরভাগ যিহুদি শমরীয়দের পছন্দ করত না। যিশুর গল্পটা হচ্ছে:

একদিন, একজন যিহুদি একটা পাহাড়ের পথ বেয়ে নেমে যিরীহোর দিকে যাচ্ছিলেন। কিন্তু, তখন দস্যুরা তাকে আক্রমণ করে। তারা তার টাকাপয়সা কেড়ে নেয় এবং তাকে মারধর করে প্রায় মেরেই ফেলে।

পরে, সেই পথ দিয়ে একজন যিহুদি যাজক আসেন। তিনি আহত লোকটিকে দেখতে পান। তুমি কী মনে করো, তিনি কী করলেন? তিনি পাশ কাটিয়ে পথের অন্য দিক দিয়ে চলে যেতে থাকেন। এরপর, আরেকজন ধার্মিক ব্যক্তি আসেন। তিনি ছিলেন একজন লেবীয়। তিনি কি থেমেছেন? না, তিনিও সেই আহত লোকটিকে সাহায্য করার জন্য থামেননি। তুমি দূরে ওই যাজক ও লেবীয়কে হেঁটে যেতে দেখতে পাচ্ছ।

কিন্তু, দেখো এখানে এই আহত লোকটির পাশে কে রয়েছে। তিনি একজন শমরীয়। আর তিনি এই যিহুদিকে সাহায্য করছেন। তিনি তার আঘাতের জায়গায় কিছুটা ওষুধ লাগিয়ে দেন। এরপর, তিনি সেই যিহুদিকে নিয়ে এমন একটা জায়গায় যান, যেখানে সেই যিহুদি ব্যক্তি বিশ্রাম নিয়ে সুস্থ হতে পারেন।

গল্পটা শেষ করার পর, যে-ব্যক্তি যিশুকে প্রশ্ন করেছিল, তাকে তিনি বলেন: ‘তোমার কী মনে হয়, ওই তিন জন ব্যক্তির মধ্যে কে সেই আহত ব্যক্তির প্রতিবেশী? সেই যাজক, ওই লেবীয় নাকি সেই শমরীয়?’

লোকটি উত্তর দেয়: ‘সেই শমরীয় ব্যক্তি। তিনিই সেই আহত ব্যক্তির প্রতি সদয় কাজ করেছেন।’

যিশু তখন বলেন: ‘তুমি ঠিকই বলেছ। যাও, তুমিও গিয়ে তার মতো আচরণ করো।’

যিশু যেভাবে শিক্ষা দেন, সেটা কি তোমার ভালো লাগে না? আমরা যদি বাইবেলে যিশু যা বলেছেন, সেগুলো শুনি, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারব, তাই-না?