সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৯৬

যিশু অসুস্থদের সুস্থ করেন

যিশু অসুস্থদের সুস্থ করেন

দেশজুড়ে ভ্রমণ করার সময় যিশু অসুস্থদের সুস্থ করতে থাকেন। এইসমস্ত অলৌকিক কাজের খবর আশেপাশের গ্রামে গ্রামে ও নগরে নগরে ছড়িয়ে পড়ে। তাই, লোকেরা তাঁর কাছে খোঁড়া, অন্ধ, বধির এবং আরও অনেক অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসে। আর যিশু তাদের সকলকে সুস্থ করে তোলেন।

যোহন যিশুকে বাপ্তাইজিত করার পর, তিন বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। আর যিশু তাঁর শিষ্যদের বলেন যে, তিনি খুব শীঘ্র যিরূশালেমে যাবেন, সেখানে তাকে মেরে ফেলা হবে এবং তিনি মৃতদের মধ্য থেকে উঠবেন। এই সময়ের মধ্যে, যিশু অসুস্থদের সুস্থ করার কাজ চালিয়ে যান।

একদিন, এক বিশ্রামবারে যিশু শিক্ষা দিচ্ছেন। বিশ্রামবার হল যিহুদিদের জন্য বিশ্রামের দিন। তুমি এখানে যে-মহিলাকে দেখছ, তিনি খুবই অসুস্থ ছিলেন। আঠারো বছর ধরে তার কোমর বাঁকা হয়ে ছিল আর তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। তাই, যিশু সেই মহিলার ওপর তাঁর হাত রাখেন আর তখন তিনি আবার দাঁড়াতে পারেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন!

এতে ধর্মীয় নেতারা অনেক রেগে যায়। ‘আমাদের কাজ করার জন্য ছয় দিন রয়েছে,’ তাদের মধ্যে একজন জনতার উদ্দেশে চেঁচিয়ে বলেন। ‘সেই দিনগুলোতে সুস্থ হওয়ার জন্য আসতে পারো কিন্তু বিশ্রামবারে আসবে না!’

কিন্তু, যিশু উত্তর দেন: ‘দুষ্ট লোকেরা, তোমাদের মধ্যে যেকোনো ব্যক্তি তো বিশ্রামবারে নিজের গাধার বাঁধন খুলে জল খাওয়াতে নিয়ে যেতে পারো। তাহলে, কেন এই বেচারি, যে আঠারো বছর ধরে অসুস্থ হয়ে আছে, সে বিশ্রামবারে সুস্থ হতে পারবে না?’ যিশুর উত্তর শুনে এই দুষ্ট লোকেরা লজ্জায় পড়ে যায়।

পরে যিশু ও তাঁর প্রেরিতরা যিরূশালেমের উদ্দেশে যাত্রা করেন। তারা যখন যিরীহো নগরের ঠিক বাইরে, তখন দু-জন অন্ধ ভিখারি শুনতে পায় যে, যিশু সেখান দিয়ে যাচ্ছেন। তাই, তারা এই বলে চেঁচিয়ে ওঠে: ‘যিশু, আমাদের সাহায্য করুন!’

যিশু তখন সেই অন্ধ লোকদের ডেকে জিজ্ঞেস করেন: ‘তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করতে পারি?’ তারা বলে: ‘প্রভু, আমাদের চোখ দুটো যেন খুলে যায়।’ যিশু তখন তাদের চোখ স্পর্শ করেন আর ঠিক তখনই তারা দেখতে পায়! তুমি কি জান, কেন যিশু এই চমৎকার অলৌকিক কাজগুলো করলেন। কারণ তিনি লোকেদের ভালোবাসেন এবং চান যে, তারা তাঁর প্রতি বিশ্বাস করুক। আর তাই আমরা নিশ্চিত থাকতে পারি যে, তিনি যখন রাজা হিসেবে শাসন করবেন, তখন পৃথিবীর কেউ আর অসুস্থ হবে না।