সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৯৯

ওপরের এক কুঠরিতে

ওপরের এক কুঠরিতে

দু-দিন পর, এখন বৃহস্পতিবার রাত। যিশু ও তাঁর বারো জন প্রেরিত নিস্তারপর্বের ভোজ খাওয়ার জন্য ওপরের এই বড়ো কুঠরিতে এসেছেন। যে-লোকটি কামরা থেকে বের হয়ে যাচ্ছেন, তিনি হলেন ঈষ্করিয়োতীয় যিহূদা। তিনি যাজকদের বলতে যাচ্ছেন যে, কীভাবে তারা যিশুকে ধরতে পারবে।

এর মাত্র এক দিন আগে, যিহূদা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন: ‘আমি যদি যিশুকে আপনাদের কাছে ধরিয়ে দিই, তাহলে আপনারা আমাকে কী দেবেন?’ তারা বলেছিল: ‘ত্রিশটা রুপোর মুদ্রা।’ তাই, যিহূদা এখন সেই লোকেদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যাতে তিনি তাদেরকে পথ দেখিয়ে যিশুর কাছে নিয়ে যেতে পারেন। এটা কি একটা ভয়ানক কাজ নয়?

নিস্তারপর্বের ভোজ শেষ হয়েছে। কিন্তু, যিশু এখন আরেকটা বিশেষ ভোজ শুরু করেছেন। তিনি তাঁর প্রেরিতদের এক টুকরো রুটি দিয়ে বলেন: ‘ভোজন করো কারণ এটা আমার দেহ, যা তোমাদের জন্য দেওয়া হবে।’ এরপর, তিনি তাদেরকে এক গ্লাস দ্রাক্ষারস দিয়ে বলেন: ‘পান করো কারণ এটা আমার রক্ত, যা তোমাদের জন্য ঢেলে দেওয়া হবে।’ বাইবেল এই ভোজকে ‘প্রভুর সান্ধ্যভোজ’ বা ‘প্রভুর ভোজ’ বলে থাকে।

ইস্রায়েলীয়রা নিস্তারপর্বের ভোজ খেত, এই বিষয়টা মনে রাখার জন্য যে, ঈশ্বরের দূত মিশরে তাদের ঘরগুলোকে ‘নিস্তার করেছিলেন’ বা রেহাই দিয়েছিলেন, কিন্তু মিশরীয়দের প্রথমজাত সন্তানদের মেরে ফেলেছিলেন। কিন্তু, এখন যিশু চান যে, তাঁর অনুসারীরা তাঁকে এবং তিনি যেভাবে তাদের জন্য নিজের জীবন দিয়েছেন, সেই বিষয়টা মনে রাখবে। আর সেই কারণেই তিনি তাদেরকে প্রতি বছর এই বিশেষ ভোজ উদ্‌যাপন করতে বলেন।

প্রভুর সান্ধ্যভোজ খাওয়ার পর, যিশু তাঁর প্রেরিতদের সাহসী ও বিশ্বাসে দৃঢ় হতে বলেন। অবশেষে, তারা ঈশ্বরের উদ্দেশে গান গায় আর এরপর বের হয়ে যায়। এখন অনেক রাত, খুব সম্ভবত মধ্যরাত পেরিয়ে গিয়েছে। চলো আমরা দেখি, তারা কোথায় যায়।