সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১০৩

দ্বারবদ্ধ একটা ঘরের মধ্যে

দ্বারবদ্ধ একটা ঘরের মধ্যে

যিশুর দেহ যে-কবরে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে পিতর এবং যোহন চলে যাওয়ার পর, মরিয়ম সেখানে একাই রয়ে যান। তিনি কাঁদতে শুরু করেন। তারপর, তিনি একটু ঝুঁকে কবরের ভিতরে তাকান, ঠিক যেমনটা আমরা আগের ছবিতে দেখেছিলাম। সেখানে তিনি দু-জন স্বর্গদূতকে দেখতে পান! তারা তাকে জিজ্ঞেস করে: ‘তুমি কাঁদছ কেন?’

মরিয়ম উত্তর দেন: ‘তারা আমার প্রভুকে নিয়ে গিয়েছে আর আমি জানি না যে, তারা কোথায় তাঁকে রেখেছে।’ তারপর, মরিয়ম ঘুরে দাঁড়ান আর একজন পুরুষকে দেখতে পান। তিনি মরিয়মকে জিজ্ঞেস করেন: ‘তুমি কাকে খুঁজছ?’

মরিয়ম মনে করেন যে, সেই পুরুষটি হলেন মালী আর তিনিই হয়তো যিশুর দেহটা নিয়ে গিয়েছেন। তাই, মরিয়ম বলেন: ‘তুমি যদি যিশুর দেহটা নিয়ে গিয়ে থাকো, তাহলে আমাকে বলো যে, তাঁকে তুমি কোথায় রেখেছ।’ কিন্তু, আসলে এই পুরুষই হলেন যিশু। তিনি এমন একটা দেহধারণ করেছেন, যা মরিয়ম চিনতে পারেননি। কিন্তু যিশু যখন মরিয়মকে তার নাম ধরে ডাকেন, তখন মরিয়ম বুঝতে পারেন যে, তিনিই যিশু। তিনি তখন দৌড়ে গিয়ে শিষ্যদের বলেন: ‘আমি প্রভুকে দেখতে পেয়েছি!’

পরে সেই দিনই, যখন দু-জন শিষ্য হেঁটে হেঁটে ইম্মায়ূ নামক একটা গ্রামের দিকে যাচ্ছিল, তখন একজন পুরুষ তাদের সঙ্গে যোগ দেন। শিষ্যরা অনেক দুঃখিত হয়ে রয়েছে কারণ যিশুকে মেরে ফেলা হয়েছে। কিন্তু, তারা যখন হাঁটতে থাকে, তখন সেই ব্যক্তি তাদের কাছে বাইবেল থেকে অনেক কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন আর তখন তাদের মন একটু ভালো হয়। অবশেষে, তারা যখন খাবার খাওয়ার জন্য থামে, তখন তারা বুঝতে পারে যে, এই ব্যক্তিই হলেন যিশু। যিশু তখন অদৃশ্য হয়ে যান আর সেই দু-জন শিষ্য অন্য প্রেরিতদেরকে তাঁর সম্বন্ধে বলার জন্য তাড়াতাড়ি দৌড়ে আবার যিরূশালেমে ফিরে যায়।

তারা যখন তা বলার জন্য যাচ্ছিল, তখন যিশু পিতরকেও দেখা দেন। অন্যেরা এই বিষয়টা শুনে অনেক উত্তেজিত হয়ে ওঠে। তারপর, এই দু-জন শিষ্য যিরূশালেমে যায় আর প্রেরিতদেরকে খুঁজে বের করে। তারা প্রেরিতদের বলে যে, কীভাবে যিশু পথে তাদেরকে দেখা দিয়েছিলেন। তারা যখন এই বিষয়ে কথা বলছিল, তখন কোন অলৌকিক ঘটনা ঘটে, সেটা কি তুমি জান?

ছবিটার দিকে তাকাও। যিশু একেবারে ঘরের মধ্যেই তাদের দেখা দেন, এমনকী যদিও ঘরের দরজাটা বন্ধ রয়েছে। শিষ্যরা কতই-না খুশি হয়! এটা কি এক রোমাঞ্চকর দিন নয়? তুমি কি গুণে বের করতে পারবে যে, যিশু এই পর্যন্ত কত বার তার শিষ্যদের দেখা দিয়েছেন? পাঁচ বার, তাই-না?

যিশু যখন দেখা দেন, তখন প্রেরিত থোমা তাদের সঙ্গে ছিলেন না। তাই, শিষ্যরা থোমাকে বলে যে: ‘আমরা প্রভুকে দেখেছি!’ কিন্তু থোমা বলেন, সেটা বিশ্বাস করার আগে তিনি নিজে যিশুকে দেখতে চান। যাইহোক, আট দিন পরে শিষ্যরা আবারও দ্বারবদ্ধ একটা ঘরে একত্রিত হয়েছেন আর এইবার থোমাও তাদের সঙ্গে আছেন। হঠাৎ, যিশু ঘরের মাঝখানে তাদের দেখা দেন। আর এ-বার থোমা বিশ্বাস করেন।