সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১০৪

যিশু স্বর্গে ফিরে যান

যিশু স্বর্গে ফিরে যান

দিন কেটে যেতে থাকে আর এই সময়ের মধ্যে যিশু অনেক বার তাঁর অনুসারীদের দেখা দিয়েছেন। একবার, প্রায় পাঁচ-শো জন শিষ্য তাঁকে দেখতে পায়। যিশু যখন তাদের দেখা দেন, তখন তিনি তাদের সঙ্গে কোন বিষয়ে কথা বলেন, সেটা কি তুমি জান? ঈশ্বরের রাজ্যের বিষয়ে। যিহোবা যিশুকে রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর যিশু এমনকী মৃত্যু থেকে উত্থিত হওয়ার পরও সেই কাজ করেছেন।

তোমার কি মনে আছে, ঈশ্বরের রাজ্য কী? হ্যাঁ, সেই রাজ্য হল স্বর্গে ঈশ্বরের এক বাস্তব সরকার আর যিশুকে ঈশ্বর সেই রাজ্যের রাজা হওয়ার জন্য মনোনীত করেছেন। আমরা যেমন আগে শিখেছি, যিশু ক্ষুধার্ত লোকেদের খাবার খাইয়ে, অসুস্থদের সুস্থ করে আর এমনকী মৃত ব্যক্তিদের উত্থিত করে দেখিয়েছিলেন যে, তিনি খুবই চমৎকার একজন রাজা হবেন!

তাই, যিশু যখন স্বর্গ থেকে এক হাজার বছর রাজত্ব করবেন, তখন পৃথিবীটা দেখতে কেমন হবে? হ্যাঁ, পুরো পৃথিবীকে এক অপূর্ব পরমদেশে পরিণত করা হবে। সেখানে কোনো যুদ্ধ বা অপরাধ বা অসুস্থতা কিংবা এমনকী মৃত্যুও থাকবে না। আমরা জানি যে, তা সত্য কারণ ঈশ্বর পৃথিবীকে এমন এক পরমদেশে পরিণত করার জন্যই সৃষ্টি করেছিলেন, যাতে লোকেরা উপভোগ করতে পারে। এই কারণেই তিনি শুরুতে এদন বাগান তৈরি করেছিলেন। আর যিশু এই বিষয়টা লক্ষ রাখবেন যেন ঈশ্বর যা চান, তা অবশেষে পরিপূর্ণ হয়।

এখন যিশুর স্বর্গে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। যিশু চল্লিশ দিন ধরে তাঁর শিষ্যদের দেখা দিয়েছেন। তাই, তারা নিশ্চিত যে, যিশু আবার জীবিত হয়েছেন। কিন্তু, তিনি চলে যাওয়ার আগে তাঁর শিষ্যদের এই কথা বলেন: ‘তোমরা পবিত্র আত্মা না পাওয়া পর্যন্ত যিরূশালেমেই থেকো।’ পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের কার্যকারী শক্তি, যা বয়ে চলা বাতাসের মতো আর এই শক্তি তাঁর অনুসারীদের ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য সাহায্য করবে। অবশেষে যিশু বলেন: ‘তোমাদেরকে পৃথিবীর দূরদূরান্ত পর্যন্ত আমার বিষয়ে প্রচার করতে হবে।’

যিশু এই কথা বলার পর, এক অলৌকিক ঘটনা ঘটে। তিনি স্বর্গের দিকে উঠতে থাকেন, যেমনটা তোমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ। তারপর, এক টুকরো মেঘ তাঁকে চোখের আড়াল করে দেয় এবং শিষ্যরা আর যিশুকে দেখতে পায় না। যিশু স্বর্গে ফিরে যান এবং সেখান থেকে পৃথিবীতে তাঁর অনুসারীদের ওপর শাসন শুরু করেন।