সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১০৫

যিরূশালেমে অপেক্ষায় থাকা

যিরূশালেমে অপেক্ষায় থাকা

এখানে এই লোকেরা হল যিশুর অনুসারী। তারা তাঁর বাধ্য হয়ে যিরূশালেমে রয়ে গিয়েছে। আর তারা যখন একসঙ্গে অপেক্ষা করতে থাকে, তখন এক বিকট আওয়াজে ঘরটা ভরে যায়। প্রচণ্ড ঝড়ো বাতাসের মতো শব্দ শোনা যায়। আর তখন প্রত্যেক শিষ্যের মাথার ওপর জিহ্বার মতো দেখতে টুকরো টুকরো আগুন দেখা যেতে শুরু করে। তুমি কি তাদের প্রত্যেকের মাথার ওপরে আগুন দেখতে পাচ্ছ? এসবের মানে কী?

এটা একটা অলৌকিক কাজ! যিশু স্বর্গে তাঁর পিতার কাছে রয়েছেন আর তিনি তাঁর অনুসারীদের ওপর পবিত্র আত্মা বর্ষণ করছেন। তুমি কি জান, এই আত্মা তাদেরকে কী করতে পরিচালিত করে? তারা সকলে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে।

যিরূশালেমের অনেক লোক ঝড়ো বাতাসের মতো আওয়াজটা শুনতে পায় আর তারা দেখতে আসে যে, কী ঘটছে। সেখানে অন্যান্য জাতির এমন লোকেরাও রয়েছে, যারা ইস্রায়েলীয়দের নিস্তারপর্বের ভোজ উদ্‌যাপনের জন্য এখানে এসেছে। এই দর্শনার্থীরা কতই-না অবাক হয়! তারা শিষ্যদেরকে ঈশ্বর যে-চমৎকার বিষয়গুলো করেছেন, সেই সম্বন্ধে নিজ নিজ ভাষায় কথা বলতে শোনে।

‘এই লোকেরা তো সবাই গালীলের,’ দর্শনার্থীরা বলতে থাকে। ‘তাহলে কীভাবে তারা এমন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলছে, যেগুলো আমাদের নিজ নিজ দেশের ভাষা?’

পিতর তখন দাঁড়িয়ে তাদের কাছে ব্যাখ্যা করেন। তিনি জোরে জোরে লোকেদের বলেন যে, কীভাবে যিশুকে মেরে ফেলা হয়েছিল আর যিহোবা কীভাবে তাঁকে মৃতদের মধ্য থেকে উত্থিত করেছেন। ‘এখন যিশু স্বর্গে ঈশ্বরের ডান পাশে রয়েছেন,’ পিতর বলেন। ‘আর তিনি প্রতিজ্ঞাত পবিত্র আত্মা বর্ষণ করেছেন। সেই কারণেই আপনারা এই অলৌকিক কাজগুলো দেখেছেন ও শুনেছেন।’

পিতর যখন এই বিষয়গুলো বলেন, তখন অনেক লোক যিশুর প্রতি তারা যা করেছে, সেই কারণে অনেক দুঃখিত হয়। ‘আমাদের এখন কী করা উচিত?’ তারা জানতে চায়। পিতর তখন তাদের বলেন: ‘আপনাদের জীবনধারাকে পরিবর্তন করতে ও বাপ্তিস্ম নিতে হবে।’ তাই, ঠিক সেই দিনই প্রায় তিন হাজার লোক বাপ্তাইজিত হয়ে যিশুর অনুসারী হয়।