সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১১১

একটি ছেলে ঘুমিয়ে পড়েছিল

একটি ছেলে ঘুমিয়ে পড়েছিল

হায়! হায়! এখানে কী হয়েছে? যে-ছেলেটি মাটিতে পড়ে আছে, সে কি খুব বেশি ব্যথা পেয়েছে? দেখো, দেখো! ঘর থেকে যে-লোকেরা বের হয়ে আসছে, তাদের মধ্যে একজন হলেন পৌল! তুমি কি সেখানে তীমথিয়কেও দেখতে পাচ্ছ? ছেলেটি কি জানালা দিয়ে পড়ে গিয়েছে?

হ্যাঁ, ঠিক এটাই হয়েছে। পৌল এখানে ত্রোয়াতে শিষ্যদের সামনে একটা বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জানতেন যে, এরপর অনেকটা সময় তাদের সঙ্গে তার আর দেখা হবে না কারণ পরের দিন তাকে জাহাজে করে যাত্রা করতে হবে। তাই, তিনি মধ্যরাত পর্যন্ত কথা বলে চলেন।

যাইহোক, উতুখ নামে এই ছেলেটি একটা জানালায় বসে ছিল আর সে ঘুমিয়ে পড়েছিল। তখন সে জানালা দিয়ে একেবারে সোজা তিন তলা থেকে মাটিতে পড়ে যায়! তাই, তুমি বুঝতে পারছ যে, কেন এই লোকেরা এত চিন্তিত হয়ে আছে। লোকেরা যখন ছেলেটিকে তুলে নেয়, তখন তারা যা ভয় পেয়েছিল, সেটাই ঘটে। সে মারা গিয়েছে!

পৌল যখন দেখেন যে, ছেলেটি মারা গিয়েছে, তখন তিনি তার ওপর শুয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরেন। তারপর, তিনি বলেন: ‘চিন্তা কোরো না। সে ভালো আছে!’ আর সত্যিই সে ভালো আছে! এটা একটা অলৌকিক কাজ! পৌল তাকে আবার বাঁচিয়ে তুলেছেন! তখন জনতার মধ্যে আনন্দের এক ঢেউ বয়ে যায়।

তারা আবার ওপরে উঠে যায় এবং খাওয়া-দাওয়া করে। পৌল ভোর পর্যন্ত কথা বলে চলেন। তবে তুমি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো যে, উতুখ এ-বারে আর ঘুমিয়ে পড়েনি! এরপর, পৌল, তীমথিয় ও যারা তাদের সঙ্গে ভ্রমণ করছিল, সেই লোকেরা জাহাজে ওঠে। তুমি কি জান, তারা কোথায় যাচ্ছে?

পৌল সবেমাত্র প্রচার করার জন্য তার তৃতীয় যাত্রা শেষ করেছেন আর এখন তিনি নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। এই যাত্রায় পৌল শুধুমাত্র ইফিষেই তিন বছর থেকেছেন। তাই, এটা দ্বিতীয় যাত্রার চেয়ে আরও দীর্ঘ ছিল।

ত্রোয়া ছেড়ে যাওয়ার পর, জাহাজটা মিলীতে অল্পসময়ের জন্য থামে। ইফিষ যেহেতু মাত্র কয়েক মাইল দূরে ছিল, তাই পৌল সেখানকার মণ্ডলীর প্রাচীনদেরকে তার কাছে মিলীতে ডেকে পাঠান, যেন তিনি শেষ বারের মতো তাদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু, যখন জাহাজ ছেড়ে দেওয়ার সময় আসে, তখন তারা পৌলকে চলে যেতে দেখে কতই-না দুঃখিত হয়!

অবশেষে জাহাজ কৈসরিয়ায় এসে পৌঁছায়। পৌল যখন এখানে এসে শিষ্য ফিলিপের বাড়িতে থাকেন, তখন ভাববাদী আগাব পৌলকে সতর্ক করে দেন। তিনি পৌলকে বলেন, পৌল যখন যিরূশালেমে যাবেন, তখন তাকে বন্দি করা হবে। আর সত্যি সত্যিই তা ঘটেছিল। এরপর, কৈসরিয়ায় দু-বছর বন্দি করে রাখার পর, পৌলকে রোমীয় শাসক কৈসরের সামনে বিচার করার জন্য রোমে পাঠানো হয়। চলো দেখি, রোমের উদ্দেশে যাত্রার সময় কী ঘটে।