সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৮

বাইবেল যা ভবিষ্যদ্‌বাণী করে, তা সত্য হয়

বাইবেল যা ভবিষ্যদ্‌বাণী করে, তা সত্য হয়

বাইবেল শুধুমাত্র অতীতে যা ঘটেছিল, সেই বিষয়ে সত্য গল্পই তুলে ধরে না কিন্তু সেইসঙ্গে ভবিষ্যতে কী ঘটবে, সেই বিষয়েও বলে। মানুষেরা ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারে না। সেই কারণে আমরা বুঝতে পারি যে, বাইবেল ঈশ্বরের কাছ থেকে। বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে কী বলে?

এটি ঈশ্বরের মহাযুদ্ধ সম্বন্ধে বলে। এই যুদ্ধের মাধ্যমে ঈশ্বর পৃথিবী থেকে সমস্ত মন্দতা ও মন্দ লোকদের পরিষ্কার করবেন, কিন্তু তিনি সেই লোকেদের সুরক্ষা করবেন, যারা তাঁর সেবা করে। ঈশ্বরের মনোনীত রাজা যিশু খ্রিস্ট এই বিষয়টা লক্ষ রাখবেন, যেন ঈশ্বরের দাসেরা সুখশান্তি উপভোগ করে এবং তারা আর কখনো অসুস্থ না হয় কিংবা মারা না যায়।

ঈশ্বর পৃথিবীতে এক নতুন পরমদেশ তৈরি করবেন বলে আমরা আনন্দিত হতে পারি, তাই-না? কিন্তু, আমরা যদি এই পরমদেশে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিছু করতে হবে। এই বইয়ের শেষ গল্পে আমরা শিখব যে, যারা ঈশ্বরের সেবা করে, তাদের জন্য তিনি যে-চমৎকার বিষয়গুলো রেখেছেন, সেগুলো উপভোগ করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে। তাই, অষ্টম খণ্ড পড়ো আর খুঁজে বের করো যে, ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল কী বলে।

 

এই বিভাগে

STORY 114

সমস্ত মন্দতার শেষ

Why does God send his army led by Jesus into battle at Armageddon?

STORY 115

পৃথিবীতে এক নতুন পরমদেশ

People lived in paradise on earth once, and it will happen again.

STORY 116

আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি

Is it enough just to know about Jehovah and Jesus? If not, what else is needed?