সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভূমিকা

ভূমিকা

প্রিয় পাঠক-পাঠিকা:

আপনি কি ঈশ্বরের নিকটবর্তী বোধ করেন? অনেকের কাছে তা একেবারেই অসম্ভব বলে মনে হয়। কেউ কেউ এই ভেবে ভয় পায় যে, তিনি অনেক দূরে; অন্যেরা নিজেদের পুরোপুরি অযোগ্য বলে মনে করে। কিন্তু, বাইবেল প্রেমের সঙ্গে আমাদের উৎসাহ দেয়: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” (যাকোব ৪:৮) এমনকি তিনি তাঁর উপাসকদের আশ্বাস দেন: “আমি সদাপ্রভু [“যিহোবা,” NW] তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।”—যিশাইয় ৪১:১৩.

ঈশ্বরের সঙ্গে এইরকম এক নিকট সম্পর্ক আমরা কীভাবে অর্জন করতে পারি? আমরা যদি কোনো বন্ধুত্ব গড়ে তুলি, তা হলে সেই বন্ধন ব্যক্তিকে জানার, তার অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলোতে মুগ্ধ হওয়ার এবং সেগুলোকে মূল্যায়ন করার ওপর ভিত্তি করে হয়। তাই, বাইবেলে প্রকাশিত ঈশ্বরের গুণাবলি ও পথগুলো, অধ্যয়নের জন্য এক অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যিহোবা যে-উপায়ে তাঁর প্রত্যেকটা গুণ প্রকাশ করেন তা নিয়ে ভেবে দেখা, যিশু কীভাবে সেগুলো নিখুঁতভাবে প্রতিফলিত করেছিলেন তা বিবেচনা করা এবং আমরাও কীভাবে সেগুলো গড়ে তুলতে পারি, তা বোঝা আমাদেরকে ঈশ্বরের আরও নিকটবর্তী করবে। আমরা দেখতে পাব যে, যিহোবা হলেন বিশ্বব্রহ্মাণ্ডের বৈধ ও আদর্শ সার্বভৌম কর্তা। এ ছাড়া, তিনি হলেন সেই পিতা যাঁকে আমাদের সকলের প্রয়োজন। শক্তিমান, ন্যায়পরায়ণ, বিজ্ঞ ও প্রেমময় হওয়া সত্ত্বেও, তিনি কখনও তাঁর বিশ্বস্ত সন্তানদের পরিত্যাগ করেন না।

এই বই যেন আপনাকে যিহোবা ঈশ্বরের সবচেয়ে নিকটবর্তী হতে, তাঁর সঙ্গে এমন এক বন্ধন গড়ে তুলতে সাহায্য করে, যা কখনও ছিন্ন হবে না আর এভাবে আপনি চিরকাল তাঁর প্রশংসা করার জন্য বেঁচে থাকতে পারেন।

প্রকাশকগণ