সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিভাগ ১

“শক্তির প্রাবল্য”

“শক্তির প্রাবল্য”

এই বিভাগে আমরা বাইবেলের সেই বিবরণগুলো পরীক্ষা করব, যেগুলো যিহোবার সৃষ্টি করার, ধ্বংস করার, রক্ষা করার ও পুনর্স্থাপন করার শক্তির বিষয়ে সাক্ষ্য দেয়। যিহোবা ঈশ্বর যাঁর “শক্তির প্রাবল্য” রয়েছে, তিনি কীভাবে তাঁর “সামর্থ্যের আধিক্য” ব্যবহার করেন, তা বোঝা আমাদের হৃদয়কে সশ্রদ্ধ ভয়ে পূর্ণ করবে।—যিশাইয় ৪০:২৬.

এই বিভাগে

অধ্যায় ৪

“যিহোবা . . . পরাক্রমে মহান্‌”

ঈশ্বরের শক্তির কারণে আমাদের কি ভয় পাওয়া উচিত? হ্যাঁ এবং না, দুটোই সঠিক।

অধ্যায় ৫

সৃজনীশক্তি—‘আকাশমণ্ডল ও পৃথিবীর নির্মাতা’

বিশাল সূর্য থেকে শুরু করে ছোট হামিংবার্ড, ঈশ্বরের সমস্ত সৃষ্টি আমাদেরকে তাঁর সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পারে।

অধ্যায় ৬

ধ্বংসাত্মক শক্তি—“যিহোবা যুদ্ধবীর”

“শান্তির ঈশ্বর” কীভাবে যুদ্ধ করতে পারেন?

অধ্যায় ৭

প্রতিরক্ষামূলক শক্তি—“ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয়”

ঈশ্বর দু-ভাবে তাঁর দাসদের সুরক্ষা করেন কিন্তু একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অধ্যায় ৮

পুনর্স্থাপনের শক্তি—যিহোবা ‘সকলই নূতন করিতেছেন’

যিহোবা ইতিমধ্যে বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপন করেছেন। ভবিষ্যতে তিনি কী পুনর্স্থাপন করবেন?

অধ্যায় ৯

“খ্রীষ্ট ঈশ্বরেরই পরাক্রম”

যিশু খ্রিস্টের অলৌকিক কাজ ও শিক্ষা যিহোবা সম্বন্ধে আমাদের কী জানায়?

অধ্যায় ১০

আপনার ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে ‘ঈশ্বরের অনুকারী হোন’

আপনার মধ্যে হয়তো আপনার কল্পনার চেয়েও বেশি ক্ষমতা রয়েছে—কীভাবে আপনি উপযুক্তভাবে তা ব্যবহার করতে পারেন?