সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এটাই কি ঈশ্বরের উদ্দেশ্য ছিল?

এটাই কি ঈশ্বরের উদ্দেশ্য ছিল?

যেকোনো একটা খবরের কাগজ পড়ুন। টেলিভিশন দেখুন বা রেডিও শুনুন। সেখানে অপরাধ, যুদ্ধ ও সন্ত্রাসের অনেক কাহিনি রয়েছে! আপনার নিজের সমস্যাগুলো নিয়ে চিন্তা করুন। সম্ভবত অসুস্থতা বা কোনো প্রিয়জনের মৃত্যু আপনাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আপনি হয়তো ভালো মানুষ ইয়োবের মতো অনুভব করতে পারেন, যিনি বলেছিলেন যে তিনি ‘কষ্টের মধ্যে ডুবে গিয়েছেন।’—ইয়োব ১০:১৫, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

নিজেকে জিজ্ঞেস করুন:

  • আমার এবং বাকি মানবজাতির জন্য এটাই কি ঈশ্বরের উদ্দেশ্য ছিল?

  • আমার সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য আমি কোথায় সাহায্য পেতে পারি?

  • এইরকম কোনো আশা কি আছে যে, আমরা পৃথিবীতে কখনো শান্তি দেখতে পাব?

বাইবেল এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর প্রদান করে।

বাইবেল শিক্ষা দেয় যে, ঈশ্বর পৃথিবীতে এই পরিবর্তনগুলো ঘটাবেন।

“তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪

“খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে।”—যিশাইয় ৩৫:৬

“অন্ধদের চক্ষু খোলা যাইবে।” —যিশাইয় ৩৫:৫

“কবরস্থ সকলে . . . বাহির হইয়া আসিবে।” —যোহন ৫:২৮, ২৯

“নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।” —যিশাইয় ৩৩:২৪

“দেশমধ্যে . . . প্রচুর শস্য হইবে।” গীতসংহিতা ৭২:১৬

বাইবেল যা শিক্ষা দেয় তা থেকে উপকার লাভ করুন

আগের পৃষ্ঠাগুলোতে যা তুলে ধরা হয়েছে, সেগুলোকে নিছক মনগড়া ধারণা বলে উড়িয়ে দেবেন না। ঈশ্বর এই বিষয়গুলো ঘটাবেন বলে প্রতিজ্ঞা করেছেন আর বাইবেল ব্যাখ্যা করে যে, কীভাবে তিনি তা করবেন।

কিন্তু, বাইবেল এর চেয়েও আরও বেশি কিছু করে। এটি আপনাকে এমনকী এখনই এক প্রকৃত পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করার চাবিকাঠি জোগায়। এক মুহূর্তের জন্য আপনার নিজস্ব উদ্‌বেগ ও সমস্যাগুলোর কথা চিন্তা করুন। সেগুলোর অন্তর্ভুক্ত হতে পারে টাকাপয়সার অভাব, পারিবারিক সমস্যা, ভগ্নস্বাস্থ্য কিংবা কোনো প্রিয়জনের মৃত্যু। বাইবেল আপনাকে আজকের সমস্যাগুলো মোকাবিলা করায় সাহায্য করতে পারে আর এটি এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে স্বস্তি এনে দিতে পারে:

  • আমরা কেন কষ্টভোগ করি?

  • জীবনের উদ্‌বেগগুলোর সঙ্গে আমরা কীভাবে সফলভাবে মোকাবিলা করতে পারি?

  • কীভাবে আমরা আমাদের পারিবারিক জীবনকে আরও সুখী করতে পারি?

  • আমরা যখন মারা যাই, তখন আমাদের কী হয়?

  • আমরা কি আবার কখনো আমাদের মৃত প্রিয়জনদের দেখতে পাব?

  • কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর ভবিষ্যতের জন্য করা তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেন?

আপনি যে এই বইটা পড়ছেন সেটা দেখায় যে, বাইবেল কী শিক্ষা দেয় তা আপনি জানতে চান। এই বই আপনাকে সাহায্য করবে। লক্ষ করুন যে, অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্নগুলো রয়েছে। লক্ষ লক্ষ ব্যক্তি যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল আলোচনা করার সময় প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করা উপভোগ করেছে। আমরা আশা করি যে, আপনিও করবেন। বাইবেল প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয়, সেই বিষয়ে এখনই রোমাঞ্চকর ও পরিতৃপ্তিদায়ক অভিজ্ঞতা লাভ করার সময় আপনার উপর যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে!