সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিশিষ্ট

হস্তমৈথুনের অভ্যাস কাটিয়ে উঠুন

হস্তমৈথুনের অভ্যাস কাটিয়ে উঠুন

হস্তমৈথুন—আধ্যাত্মিকভাবে ক্ষতিকর এক অভ্যাস—এমন মনোভাবগুলো সঞ্চারিত করে, যেগুলো আত্মকেন্দ্রিক মনোভাবকে জাগিয়ে তোলে এবং মনকে কলুষিত করে দেয়। * এ ছাড়া, একজন হস্তমৈথুনকারী হয়তো অন্যদেরকে কেবল যৌনসম্ভোগের পাত্র—যৌন পরিতৃপ্তির হাতিয়ার—হিসেবে দেখে থাকে। যৌনতা প্রেম থেকে আলাদা হয়ে পড়ে এবং এমন প্রতিক্রিয়ার দিকে চালিত করে, যা ক্ষণিক আনন্দ প্রদান করে ও যৌন উত্তেজনাকে প্রশমিত করে। কিন্তু, সেই স্বস্তি কেবল ক্ষণিকের জন্য। বস্তুতপক্ষে, ‘বেশ্যাগমন, অশুচিতা, [আর] মোহের [‘দেহলালসার,’ জুবিলী বাইবেল]’ বিষয়ে অঙ্গসকল মৃত্যুসাৎ করার পরিবর্তে, হস্তমৈথুন সেগুলোকে জাগিয়ে তোলে।—কলসীয় ৩:৫.

প্রেরিত পৌল লিখেছিলেন: “প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।” (২ করিন্থীয় ৭:১) এই কথাগুলোতে মনোযোগ দেওয়া যদি আপনার পক্ষে অনেক কঠিন হয়ে থাকে, তাহলে হতাশ হয়ে পড়বেন না। যিহোবা সবসময়ই “ক্ষমাবান্‌” বা ক্ষমা করতে ও সাহায্য করতে তৈরি। (গীতসংহিতা ৮৬:৫; লূক ১১:৯-১৩) বস্তুতপক্ষে, আপনার আত্মদোষী হৃদয় এবং সেই অভ্যাস ত্যাগ করার বিষয়ে আপনার প্রচেষ্টা—মাঝে মাঝে আগের অভ্যাসে লিপ্ত হওয়া সত্ত্বেও—এক উত্তম মনোভাবের ইঙ্গিত দেয়। এ ছাড়া, এও মনে রাখবেন যে, “ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান্‌, এবং সকলই জানেন।” (১ যোহন ৩:২০) ঈশ্বর আমাদের পাপকে ছাড়িয়ে আরও বেশি কিছু দেখেন; তিনি সম্পূর্ণ ব্যক্তিকে দেখে থাকেন। তিনি যেহেতু আমাদের সম্বন্ধে সমস্তই জানেন, তাই করুণা লাভ করার জন্য করা আমাদের আন্তরিক আবেদন তিনি সহানুভূতি সহকারে শুনতে পারেন। অতএব, কখনো নম্র ও আন্তরিক প্রার্থনায় ঈশ্বরের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়বেন না, ঠিক যেমন একজন সন্তান সমস্যায় পড়লে তার বাবার কাছে যায়। যিহোবা আপনাকে এক শুদ্ধ বিবেক দিয়ে আশীর্বাদ করবেন। (গীতসংহিতা ৫১:১-১২, ১৭; যিশাইয় ১:১৮) অবশ্য, আপনাকে আপনার প্রার্থনার সঙ্গে মিল রেখে ইতিবাচক পদক্ষেপগুলো নিতে হবে। উদাহরণ স্বরূপ, আপনাকে সমস্ত ধরনের পর্নোগ্রাফি ও কুসংসর্গ এড়িয়ে চলার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। *

আপনার যদি হস্তমৈথুনের সমস্যা চলতে থাকে, তাহলে দয়া করে বিষয়টা নিয়ে খ্রিস্টান বাবা অথবা মা কিংবা আধ্যাত্মিকভাবে পরিপক্ব ও যত্নশীল বন্ধুর সঙ্গে কথা বলুন। *হিতোপদেশ ১:৮, ৯; ১ থিষলনীকীয় ৫:১৪; তীত ২:৩-৫.

^ অনু. 1 হস্তমৈথুন হল জননেন্দ্রিয়গুলোর উপর হাত বোলানো অথবা নাড়াচাড়া করা, যার ফলে সাধারণত চরম যৌন উত্তেজনার সৃষ্টি হয়।

^ অনু. 2 ঘরে কম্পিউটারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার এক ব্যাবহারিক পদক্ষেপ হিসেবে অনেক পরিবার সেটাকে সকলে দেখতে পায় এমন স্থানে রেখেছে। অধিকন্তু, কিছু পরিবার এমন সফ্টওয়্যার প্রোগ্রাম কিনেছে, যা অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তুতে প্রবেশ করতে বাধা দেয়। তবে, কোনো সফ্টওয়্যার প্রোগ্রামই পুরোপুরি নির্ভরযোগ্য নয়।

^ অনু. 1 কীভাবে হস্তমৈথুনের অভ্যাসকে কাটিয়ে ওঠা যায়, সেই সম্বন্ধে ব্যাবহারিক পরামর্শের জন্য ২০০৬ সালের নভেম্বর মাসের সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . কীভাবে আমি এই অভ্যাস কাটিয়ে উঠতে পারি?” নামক প্রবন্ধ এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ১ (ইংরেজি) বইয়ের ১৭৮-১৮২ পৃষ্ঠা দেখুন।