সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ২১

যিশু পুনরুত্থিত হন!

যিশু পুনরুত্থিত হন!

যিশু তাঁর অনুসারীদের নির্দেশনা দেওয়ার ও উৎসাহিত করার জন্য তাদের দেখা দেন

যিশুর মৃত্যুর পর তৃতীয় দিনে, তাঁর শিষ্য ছিল এমন কয়েক জন মহিলা দেখতে পেয়েছিল যে, কবরের প্রবেশদ্বারে যে-পাথরটা রাখা ছিল, সেটা সরানো হয়েছে। অধিকন্তু, কবরটা খালি ছিল!

দুজন স্বর্গদূত দেখা দিয়েছিল। “তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ,” একজন বলেছিলেন। “তিনি উঠিয়াছেন।” (মার্ক ১৬:৬) দেরি না করে সেই মহিলারা প্রেরিতদের কাছে তা বলার জন্য দৌড়ে গিয়েছিল। পথে, যিশুর সঙ্গে তাদের দেখা হয়েছিল। “ভয় করিও না,” তিনি বলেছিলেন। “তোমরা যাও, আমার ভ্রাতৃগণকে সংবাদ দেও, যেন তাহারা গালীলে যায়; সেইখানে তাহারা আমাকে দেখিতে পাইবে।”—মথি ২৮:১০.

পরে সে-দিনই দুজন শিষ্য যিরূশালেম থেকে হেঁটে হেঁটে ইম্মায়ূ নামক গ্রামে যাচ্ছিল। একজন অপরিচিত ব্যক্তি তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তারা কোন বিষয়ে কথা বলছে, তা জিজ্ঞেস করেছিলেন। আসলে তিনি ছিলেন পুনরুত্থিত যিশু, যিনি এমন এক বেশে দেখা দিয়েছিলেন, যার ফলে প্রথমে তারা চিনতে পারেনি। বিষণ্ণ মুখে তারা উত্তর দিয়েছিল যে, তারা যিশু সম্বন্ধে কথা বলছে। সেই অপরিচিত ব্যক্তি পুরো শাস্ত্রে মশীহ সম্বন্ধে যে-বিষয়গুলো রয়েছে, সেগুলো ব্যাখ্যা করতে শুরু করেছিলেন। বস্তুতপক্ষে, যিশু মশীহ সংক্রান্ত ভবিষ্যদ্‌বাণীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ করেছিলেন। * শিষ্যরা যখন বুঝতে পেরেছিল যে, সেই অপরিচিত ব্যক্তি ছিলেন যিশু, যিনি একজন আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত হয়েছেন, তখন তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন।

সেই দুই শিষ্য সঙ্গেসঙ্গে যিরূশালেমে ফিরে গিয়েছিল। সেখানে তারা প্রেরিতদেরকে দরজা বন্ধ একটা ঘরের মধ্যে একসঙ্গে দেখতে পেয়েছিল। তারা দুজন যখন তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিল, তখন যিশু দেখা দিয়েছিলেন। তাঁর বিস্মিত অনুসারীরা তা বিশ্বাসই করতে পারছিল না! “তোমাদের অন্তরে বিতর্কের উদয়ই বা কেন হইতেছে?” যিশু জিজ্ঞেস করেছিলেন। “লিখিত আছে যে, খ্রীষ্ট দুঃখভোগ করিবেন, এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন।”—লূক ২৪:৩৮, ৪৬.

তাঁর পুনরুত্থানের পর ৪০ দিন পর্যন্ত, যিশু বিভিন্ন সময়ে তাঁর শিষ্যদের দেখা দিয়েছিলেন। একবার, তিনি ৫০০ জনেরও বেশি লোকের সামনে দেখা দিয়েছিলেন! সম্ভবত সেই সময়েই তিনি তাদের এই গুরুদায়িত্ব দিয়েছিলেন: “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”—মথি ২৮:১৯, ২০.

এগারো জন প্রেরিতের সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের সময় যিশু এই প্রতিজ্ঞা করেছিলেন: “পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা . . . পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।” (প্রেরিত ১:৮) এরপর যিশু ঊর্ধ্বে নীত হয়েছিলেন এবং তিনি স্বর্গারোহণ করার সময় এক খণ্ড মেঘ তাদের দৃষ্টিপথে বাধা দিয়েছিল।

মথি ২৮ অধ্যায়; মার্ক ১৬ অধ্যায়; লূক ২৪ অধ্যায়; যোহন ২০ ও ২১ অধ্যায়; ১ করিন্থীয় ১৫:৫, ৬ পদের ওপর ভিত্তি করে।

^ অনু. 6 যিশুতে পরিপূর্ণ হওয়া মশীহ সংক্রান্ত ভবিষ্যদ্‌বাণীর বিভিন্ন উদাহরণের জন্য এই ব্রোশারের ১৭-১৯ পৃষ্ঠা ও সেইসঙ্গে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৯৯-২০১ পৃষ্ঠা দেখুন।