সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের বার্তা—এক সারাংশ

বাইবেলের বার্তা—এক সারাংশ
  1. যিহোবা আদম ও হবাকে পরমদেশে অনন্তকাল বেঁচে থাকার প্রত্যাশাসহ সৃষ্টি করেন। শয়তান ঈশ্বরের নামে অপবাদ দেয় এবং তাঁর শাসন করার অধিকার নিয়ে প্রশ্ন তোলে। আদম ও হবা শয়তানের সঙ্গে বিদ্রোহে যোগ দেয়, নিজেদের এবং তাদের বংশধরদের জন্য পাপ ও মৃত্যু নিয়ে আসে

  2. যিহোবা বিদ্রোহীদের শাস্তি দেন এবং প্রতিজ্ঞা করেন যে, একজন উদ্ধারকর্তা বা বংশ উদ্ভূত হবেন, যিনি শয়তানকে চূর্ণ করবেন, বিদ্রোহ ও পাপের সমস্ত পরিণতি দূর করবেন

  3. যিহোবা অব্রাহাম ও দায়ূদের কাছে প্রতিজ্ঞা করেন যে, তারা বংশ বা মশীহের পূর্বপুরুষ হবে, যিনি রাজা হিসেবে চিরকাল শাসন করবেন

  4. যিহোবা ভাববাদীদের এই ভবিষ্যদ্‌বাণী করতে অনুপ্রাণিত করেন যে, মশীহ পাপ ও মৃত্যুকে নিরাময় করবেন। তিনি সহশাসকদের সঙ্গে ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে শাসন করবেন, যে-রাজ্য যুদ্ধ, অসুস্থতা, এমনকী মৃত্যু শেষ করবে

  5. যিহোবা তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠান এবং যিশুকে মশীহ হিসেবে শনাক্ত করেন। যিশু ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করেন এবং তাঁর জীবনকে বলিরূপে উৎসর্গ করেন। এরপর যিহোবা তাঁকে একজন আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত করেন

  6. যিহোবা তাঁর পুত্রকে স্বর্গে রাজা হিসেবে অধিষ্ঠিত করেন, যা এই বিধিব্যবস্থার শেষকালের শুরুকে ইঙ্গিত করে। যিশু তাঁর পার্থিব অনুসারীদের নির্দেশনা দেন, যখন তারা পৃথিবীব্যাপী ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করে

  7. যিহোবা তাঁর পুত্রকে পৃথিবীতে রাজ্যের শাসন নিয়ে আসার জন্য পরিচালনা দেন। রাজ্য সমস্ত মন্দ সরকারকে চূর্ণ করে, পরমদেশ প্রতিষ্ঠা করে এবং বিশ্বস্ত মানুষদের সিদ্ধতায় নিয়ে আসে। যিহোবার শাসন করার অধিকারের সত্যতা প্রতিপাদিত হয় এবং তাঁর নাম চিরকালের জন্য পবিত্রীকৃত হয়