সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ২

সত্য ঈশ্বর কে?

সত্য ঈশ্বর কে?

একজনই সত্য ঈশ্বর আছেন আর তাঁর নাম হল যিহোবা। (যাত্রাপুস্তক ৩:১৫) তিনি আত্মা; আমরা তাঁকে দেখতে পারি না। তিনি আমাদের ভালোবাসেন এবং চান আমরাও যেন তাঁকে ভালোবাসি। এ ছাড়া, তিনি চান আমরা যেন অন্য লোকেদেরকেও ভালোবাসি। (মথি ২২:৩৫-৪০) তিনি হলেন সর্বশক্তিমান, সমস্তকিছুর সৃষ্টিকর্তা।

ঈশ্বরের প্রথম সৃষ্টি ছিল একজন শক্তিশালী আত্মিক ব্যক্তি, যিনি পরে যিশু খ্রিস্ট বলে পরিচিত হয়েছিলেন। এ ছাড়া, যিহোবা স্বর্গদূতদেরও সৃষ্টি করেছিলেন।

স্বর্গে . . .

ও পৃথিবীতে সমস্তকিছুই যিহোবা সৃষ্টি করেছেন। প্রকাশিত বাক্য ৪:১১

যিহোবা ঈশ্বর গ্রহ-নক্ষত্র ও সেইসঙ্গে পৃথিবী এবং পৃথিবীতে থাকা সমস্তকিছু সৃষ্টি করেছিলেন।—আদিপুস্তক ১:১.

তিনি ধূলো থেকে প্রথম মানুষ, আদমকে সৃষ্টি করেছিলেন।—আদিপুস্তক ২:৭.