সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৬

মহাপ্লাবন থেকে আমরা কী শিক্ষা লাভ করি?

মহাপ্লাবন থেকে আমরা কী শিক্ষা লাভ করি?

ঈশ্বর দুষ্টদের ধ্বংস করেছিলেন কিন্তু নোহ ও তার পরিবারকে রক্ষা করেছিলেন। আদিপুস্তক ৭:১১, ১২, ২৩

চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হয়েছিল আর পুরো পৃথিবী জলের নীচে ছিল। সমস্ত দুষ্ট লোক মারা গিয়েছিল।

বিদ্রোহী স্বর্গদূতেরা তাদের মাংসিক দেহ পরিত্যাগ করে মন্দদূতে পরিণত হয়েছিল।

যারা জাহাজে ছিল তারা রক্ষা পেয়েছিল। যদিও নোহ ও তার পরিবারের লোকেরা পরিশেষে মারা গিয়েছিল, কিন্তু ঈশ্বর চিরকাল বেঁচে থাকার প্রত্যাশা দিয়ে তাদেরকে আবারও জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন।

ঈশ্বর আবারও দুষ্টদের ধ্বংস করবেন আর ভালো লোকদের রক্ষা করবেন। মথি ২৪:৩৭-৩৯

শয়তান ও মন্দদূতেরা ক্রমাগত লোকেদেরকে ভ্রান্ত করে চলেছে।

নোহের সময়ের মতো, আজকেও অনেকে যিহোবার প্রেমময় নির্দেশনাকে প্রত্যাখ্যান করে। শীঘ্র যিহোবা সমস্ত দুষ্ট লোককে ধ্বংস করবেন।—২ পিতর ২:৫, ৬.

কিছু লোক নোহের মতোই। তারা ঈশ্বরের কথা শোনে এবং তিনি যা বলেন তা করে; তারা হল যিহোবার সাক্ষি