সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১

যিহোবার সাক্ষিরা কী ধরনের লোক?

যিহোবার সাক্ষিরা কী ধরনের লোক?

ডেনমার্ক

তাইওয়ান

ভেনেজুয়েলা

ভারত

আপনি কতজন যিহোবার সাক্ষিকে জানেন? আমাদের কেউ কেউ হয়তো আপনার প্রতিবেশী, সহকর্মী অথবা সহপাঠী। অথবা আমরা হয়তো আপনার সঙ্গে বাইবেলের বিষয়ে আলোচনা করেছি। আসলে আমরা কারা আর কেন আমরা জনসাধারণ্যে আমাদের বিশ্বাস সম্বন্ধে ঘোষণা করে থাকি?

আমরা সাধারণ লোক। আমরা বিভিন্ন পটভূমি ও সামাজিক পরিস্থিতি থেকে এসেছি। আমাদের মধ্যে কেউ কেউ আগে অন্য ধর্মাবলম্বী ছিল, আবার কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করত না। কিন্তু সাক্ষি হওয়ার আগে, আমরা সকলেই বাইবেলের শিক্ষাগুলোকে মনোযোগপূর্বক পরীক্ষা করার জন্য সময় করে নিয়েছিলাম। (প্রেরিত ১৭:১১) আমরা যা যা শিখেছিলাম, সেগুলোর সঙ্গে একমত হয়েছিলাম আর তারপর যিহোবা ঈশ্বরকে উপাসনা করার জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিলাম।

বাইবেল অধ্যয়ন করে আমরা উপকার লাভ করি। অন্য সকলের মতোই, আমাদেরকেও বিভিন্ন সমস্যা ও নিজেদের দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বাইবেলের নীতিগুলো প্রয়োগ করার চেষ্টা করার দ্বারা আমরা আমাদের জীবনের গুণগত মানের ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি দেখতে পেয়েছি। (গীতসংহিতা ১২৮:১, ২) এটা হল একটা কারণ, যে-কারণে আমরা বাইবেল থেকে যে-ভালো বিষয়গুলো শিখেছি, সেগুলো অন্যদেরকে জানাই।

আমরা ঈশ্বরীয় মূল্যবোধগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করি। এই মূল্যবোধগুলো, যেগুলো সম্বন্ধে বাইবেল শিক্ষা দেয়, সেগুলো অন্যদের প্রতি মঙ্গলভাব ও সম্মান দেখাতে সাহায্য করে এবং সেইসঙ্গে সততা ও দয়ার মতো গুণগুলো গড়ে তোলে। এই মূল্যবোধগুলো সমাজের সক্রিয় ও কার্যকারী সদস্য হয়ে ওঠার ক্ষেত্রে অবদান রাখে এবং এগুলো পারিবারিক একতা ও নৈতিকতাকে তুলে ধরে। “ঈশ্বর মুখাপেক্ষা করেন না,” এই বিষয়ে নিশ্চিত হওয়ায় আমরা নিজেদেরকে এমন এক আধ্যাত্মিক ভ্রাতৃসমাজের অংশ বলে মনে করি, যেটা প্রকৃতপক্ষেই আন্তর্জাতিক এবং জাতিগত ও রাজনৈতিক প্রতিবন্ধকতা মুক্ত। যদিও ব্যক্তিবিশেষ হিসেবে আমরা সাধারণ লোক কিন্তু দল হিসেবে আমরা অদ্বিতীয়।—প্রেরিত ৪:১৩; ১০:৩৪, ৩৫.

  • অন্যান্য লোকের সঙ্গে যিহোবার সাক্ষিদের কোন কোন বিষয়ে মিল রয়েছে?

  • বাইবেল অধ্যয়ন করার দ্বারা সাক্ষিরা কোন মূল্যবোধগুলো সম্বন্ধে শিখেছে?